আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এখন লোডশেডিং মুক্ত- সজীব ওয়াজেদ জয় : এ দেশ কোনদিনই লোডশেডিং মুক্ত হবে না – সুবিদ আলী ভূঁইয়া

পাওয়ারপয়েন্ট বিজ্ঞানী (!) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দু'দিন আগে নিউইয়র্কে দাবি করেছেন, ৪০ বছরের মধ্যে বাংলাদেশ এখন বিদ্যুতের লোডশেডিং মুক্ত। (আমার দেশ) কিন্তু আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, "এ দেশ কোনদিনই লোডশেডিং মুক্ত হবে না। এখন মাত্র ৫১ শতাংশ জনসংখ্যা বিদ্যুতের সুবিধা ভোগ করছে। বাঁকি রয়েছে ৪৯ শতাংশ জনসংখ্যা। ৫১ শতাংশের বাড়ন্ত চাহিদাই মেটানো কঠিন হয়ে পড়েছে। যাদের ঘরে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি তাদেরও বিদ্যুৎ পাওয়ার অধিকার সংবিধান দিয়েছে।:" (নয়াদিগন্ত) বাংলাদেশে প্রতিদিন কী পরিমাণ লোডশেডিং হয় তা ভুক্তভোগী সবাই জানেন। কিন্তু সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে কিভাবে এতবড় মিথ্যাচার করলেন? সুবিদ আলী ভূইয়াকে ধন্যবাদ, বাস্তবতা স্বীকার করার জন্য।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.