আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ভাবনা- ছবি ব্লগ

ভয় কি মরণে.. আমি আগেই বলে দিচ্ছি আজাইরা পোষ্ট......... অনেকদিন পরে ব্লগে ঢুকেই ফ্লাডিং করতে মন চাইলো ১. এই ছবি টা তুলে ছিলাম যাদিপাই যাওয়ার পথে, দার্জিলিং পাড়ায়। আমার বন্ধু ভদ্রতা করে এই ছবির মাকে জিজ্ঞাসা করেছিল "একটা ছবি তুলি?" মহিলার তড়িৎ উত্তর "নাঁ" আমি ততক্ষণে তুলে ফেললাম ২.এই ছবিটা বিলোনিয়া সীমান্তে। পাকিস্তানি সীমান্ত রক্ষীদের বাঙ্কার ছিল বলে দাবি করলো এক ইন্ড‌িয়ান ৩. পতেঙ্গা বীচে ৪.যাদিপাই থেকে ফেরার পথে দার্জিলিং পাড়া ৫. দার্জিলিং বা পাচিং পাড়ার চায়ের দোকানে তোলা। এদের ছবি তুলতে আপত্তি দেখা যায় নি ৬.হোটেল ডি কিওক্রাডাং , এখানেই আমরা পড়ন্ত বিকালে মধ্যাহ্নভোজন করেছিলাম। ৭.জাদিপাই, আরও ভালো ছবি ছিল কিন্তু সেগুলোতে বন্ধুবান্ধবরা / আমি অর্ধনগ্ন ছিলাম :p ৮.পতেঙ্গা বীচ ৯.পতেঙ্গা বীচ, আইডিয়া ফ্রেন্ডের ১০.পতেঙ্গা তেই, ছবিটা তুলতে কেবল পা ভিজাতে হয়েছিল! ১১.ঐ ১২.ফেনী, পরশুরাম বাজার। ১৩.বি এস এফ, বিলোনিয়া সীমানায় ১৪.বগা লেক, বৃষ্টির পরে ১৫.সাঙ্গু নদী, ব্লগে প্যারানোমা টাইপ ছবি ভালো দেখায় না। না হলে এই ছবিটাই আমার কাছে ভালো লাগে ১৬.ফেনীতে, নানা বাড়ির ছাদে হ্যাপি ব্লগিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।