আমাদের কথা খুঁজে নিন

   

লামা ট্যুর : ছবি ব্লগ

আপনার নোটিশ বক্সটি দেখুন গত সপ্তাহে ব্যক্তিগত একটা কাজে লামা গিয়েছিলাম। অসম্ভব রকমের সুন্দর চারপাশ। চট্টগ্রামের চকরিয়া থেকে পূর্বদিকে ১৫-১৮ কিলোমিটার গেলেই শুরু হয় পার্বত্য চট্টগ্রামের লামা উপজেলা। ঢাকা থেকে গাড়ি নিয়ে গেছিলাম। খুবই সুন্দর পিচ ঢালাই রাস্তা।

চারিদিকে সবুজের ছড়াছড়ি। বাতাসে সবুজের মন পাগল করা ঘ্রাণ। কোথাও পাহাড়ের টিলা কিংবা পাদদেশে সুন্দর কিছু বাড়ি। খুব বেশি চোখে পড়ে সারি সারি বনজ বৃক্ষ আবার কোথাও কলা বাগান। অনেক পাহাড়ে আবার জুম চাষও চোখে পড়ে।

তবে সবচেয়ে ভালো লেগেছে পাহাড়ি বাঙালিদের একসাথে দোকানে বসে আড্ডা দেওয়া ও মিলেমিশে চলাফেরা। একটা জায়গায় গাড়ি রেখে ৩/৪ কিলোমিটার পায়ে হেটে পাহাড় দেখতে ভিতরে ঢুকেছিলাম। ওখানের পাহাড়ি কিংবা বাংগালিদের প্রতিটা বাড়িতে সোলারের ব্যবহার দেখে আমি স্তম্ভিত। প্রতিটা বাড়িতে একটা করে সোলার প্যানেল দিয়ে ঘরের ভিতরে ও বাইরে ২টা লাইটা জ্বালানো হ্য়। পাহাড় দেখে এতই অভিভূত ছিলাম যে ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম।

কাল হয়ত একই কাজে আবারো যাওয়া হতে পারে। এইবার গেলে নিশ্চিত করে অনেকগুলো ছবি তুলে নিয়ে আসবো ইনশাল্লাহ..... পাহাড়ি পথ: নলকূপ, অবিরাম পানি পড়ে। নিচে থেকে পানির চাপে পানি উপরে ঊঠে আসছে পানি। পাহাড়ের পাদদেশের লেকের শাপলা:: পাহাড়ের চূড়া থেকে তোলা ছবি:: পাহাড়ের নায়কেরা:: লামার পদ্মা সেতু:: আমি নাই:: বিপদ মাথার ঊপ্রে দিয়া গেছিলো :: পোষ্ট লিখার পর ব্লগে প্রকাশ করুন বাটনে টিপ দিয়া দেখি আমারে লগ আউট কইরা দিছে। ভাগ্যবশত বাটনে টিপ দেওয়ার আগে CTRL+A এবং CTRL+C দিছিলাম।

আল্লাহ তুমিই মহান, তুমিই পরম করুনাময়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.