আমাদের কথা খুঁজে নিন

   

পান্তা ভাতে তরকারি...;ব্লগার একজন আরমান সহ সমস্ত বেকার মানব মানবির জন্য, নিবেদিত রম্য কাব্য।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। ১. চাকরি বাকরি ভীষন রকম আজ দরকারি, পান্তা ভাতে চাচ্ছি না হয় খালি একটু তরকারি। ২. চাকরি নামক নীলাঞ্জনা তুই শুধু বুঝলি না, তোর কারনে পেট নগরে আমার কত যন্ত্রনা। ৩. লেখা পড়ায় বরবরই ছিলাম আমি Outstanding, প্রতি দুয়ারে ঘুরছি তবু বেকার নামেই Standing। ৪. নাই যে আমার কোন মামা চাচা খালু ভাই, চাকরি বাজারে আমার জন্য কোন পোস্ট খালি নাই। ৫. বেকার বলে খাচ্ছি গালি সার্টিফিকেটে এ জমছে বালি, ঘুরছি আজো ওলি গলি ক্ষইয়ে জুতার সুকতলি।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।