আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখ ও পান্তা রুই



সুধী, আজ চৈত্র সংক্রান্তি আর কাল পহেলা বৈশাখ। ভেবেছিলাম আগামীকাল পরিবারের সদস্যদের নিয়ে একটু পান্তা ইলিশ খাব। সে অনুযায়ী তৈরি হয়ে বাজারেও গেলাম। কিন্তু ইলিশ আর কেনা হলো না।আমার মত একজন মধ্যবিত্ত মানুষের ইলিশ খাবার শখ থাকাটা যে কত বড় অপরাধ তা হাড়ে হাড়ে টের পেলাম যখন এক জোড়া ইলিশ আমার কাছে সাড়ে তিন হাজার টাকা চাইলো। আমার চক্ষু চড়াকগাছ হয়ে গেল। মাছ বিক্রেতার পু:ন পু:ন প্রশ্নের জবাবে আমি কিছুই না বলে চলে এলাম আর ভাবছিলাম আমার একজোড়া ইলিশ কিনতে না পারার বেদনা ও ব্যর্থতার দায়ভার কে নেবে-দেশ, দশ, সরকার না আমি? ভাবছিলাম সাড়েতিনশত টাকার ইলিশ কি করে সাড়েতিনহাজার টাকা হয়! ভাবছিলাম এই অতি মূল্যবান ইলিশের ক্রেতা কারা এবং তাদের এই ক্রয় ক্ষমতার রহস্যই বা কি? এ কেমন প্রতিযোগিতা যা কেবল রেখে যায় শুধু অপূর্ণতার ছাপ। এ রকম সাতপাছ ভাবতে ভাবতে মিলমত একটি রুই মাছ কিনে চলে এলাম। আর নিজেকে প্রবোধ দিলাম এই বলে, কাল না হয় আমার জন্য থাকল এক ঘড়া পান্তা আর এক টুকরো রুই................... শুভ হোক নতুন বছর, শুভ হোক ১৪১৬ এবং শুভ হোক পান্তা রুই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।