আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যংকের নয়া বিবৃতি ও আমাদের লাগামহীন মন্তব্য

বিশ্ব ব্যাংক ২৫ সেপ্টেম্বর বিকেলে (বাংলাদেশ সময় ভোর রাতে) নতুন এক বিবৃতিতে বলেছে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা পদ্মা সেতু বিষয়ে ভুল ব্যাখা করছে এবং আসলে তারা শর্ত পুরন হওয়া সাপেক্ষে অ্রর্থায়নের সিধান্ত নিবে। দীর্ঘ সময়ের আশা নিরাশার দোলাচলে থাকার পর গত সপ্তাহে বিশ্ব ব্যংক পদ্মা সেতুতে ফেরার ঘোষনা দেয়। দেশের আপামর জনসাধারন সবাই নতুন করে আশার আলো দেখতে পায়। কিন্তু তার পর থেকে শুরু হয়ে যায় আওয়ামী লীগ নেতা ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের লাগামহীন বক্তব্য । তারা নিজেদেরকে জাহির করার প্রতিযোগিতায় নামে।

আবার শুনলাম , বিশ্বব্যাংক নাকি নিজেদের ভুল বুঝতে পেরেছে বলে ফিরে এসেছে। সর্বশেষ গতকাল দেখলাম প্রধানমন্ত্রি বলছেন 'দুর্নীতির প্রমান পাইনি বলেই বিশ্ব ব্যাংক ফেরত এসেছে' , তারপর যথারীতি ইউনুসকে ইংগিত করে না না কথা বার্তা। আমি ঠিক বুঝিনা সরকারের সবাই নিজেদেরকে কি ভাবে? উনারা কি ভাবছেন আমরা উনাদের সব কথা হজম করি বলে সবাই তাই করবে? নাকি ভাবছে তাদের কথা বা্র্তা কেউ শুনছে না। তাদের বোঝা উচিত যদি তাদের এই সব লাগামহীন কথাবার্তা যদি বিশ্বব্যংকের কানে না পৌছে থাকে, তবে তাদের কানে পৌছে দেওয়ার লোকের অভাব নেই এদেশে। দেশের মানুষ খুব ভালো ভাবেই জানে বিশ্ব ব্যাংকের ফেরার পেছনে কতটা কাঠখর পুরিয়েছে সরকার, হয়তো দেশের ভালোর জন্যই তারা সব শর্ত মেনে নিয়েছে , দেশের মানুষ তো তাদের সেই কৃত্বিত্তটুকু অবশ্যই দিয়েছিলো।

তাহলে শুধু শুধু কেন এই বাড়াবাড়ি রকমের কথাবার্তা ?শুধু শুধু কেন এধরনের নতুন জটিলতাকে অবশম্ভাবী করে তোলা হচ্ছে? এতে কার লাভ হবে? আমি বুঝিনা সরকার কি আন্তর্জাতিক শিষ্টাচার সম্পর্কে জানেনা? আপনি আপনার স্টেকহোল্ডারকে তাচ্ছিল্য করার আগে তার অবস্থান সম্পর্কে বিবেচনা করবেন না? এটা কি দেশের কুট রাজনীতি ?নাকি আন্তর্জাতিক কুটনীতি সেটা সম্পর্কে কি উনারা সচেতন না? যদিও আমরা জানি এরপরও থেমে থাকবে না তাদের বক্তব্য, বিবৃতি। বরং নতুন করে শুরু হবে। বিবৃতি , পাল্টা বিবৃতির মাঝে হয়তো চুক্তি আবার বাতিল হবে। তারপরও হয়তো উনারা থামবেন না, শুধু থমকে দাড়াবে আমাদের স্বপ্ন , যেমনতা থমকে দাড়িয়ে থাকি ঈদে বাড়ি যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা ফেরি ঘাটে। পরিশেষে আমি বলতে চাই দেশের নীতিনির্ধারক রা যদি এই পদ্মা সেতু ইস্যু সহ অন্য সব আ্ন্তর্জাতিক ইস্যু নিয়ে দ্বায়িত্বশীল কথাবার্তা ও আচরন না করেন , তাহলে পদ্মা সেতু সহ অন্য বিষয় গুলোর সমাধান না হয়ে ,বরং আরো নতুন সংকট সৃষ্টি হতে পারে, যা দেশের জন্য তো অবশ্যই, সেই সাথে সরকারের জন্যও বড় বিপদ ডেকে আনতে পারে , যা তাদের সমাধানের বাইরে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.