আমাদের কথা খুঁজে নিন

   

কুরআনে বর্ণিত ইসলামী দলের পরিচয়

মিথ্যার পতন সন্নিকটে.......... কুরআনের আলোকে ইসলামী দলের অনুসারীদের পরিচয় ক. তারা আল্লাহ, রাসূল ও ঈমানদারদের সাথে বন্ধুত্ব রাখে। (দেখুন-মায়িদাহঃ৫৬) খ. আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণকারী ব্যক্তি যদি তাদের পিতা, পুত্র, ভাই বা আপনজনও হয় তবুও তাদের সাথে তারা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে না (তবে অধিকার প্রদান করে)। (দেখুন- সূরা মুজদালাহঃ২২) গ. ‘‘যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে আর যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে’’ (সূরা আন নিসাঃ৭৬) ইসলামী দলের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ‘‘আল্লাহতাআলা শীঘ্রই এমন একটি কওম (বা জাতি) সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালবাসবেন এবং তারা আল্লাহকে ভালবাসবে। তারা মুমিনদের প্রতি বিনয়ী এবং কাফের (বা আল্লাহদ্রোহী)-দের প্রতি কঠোর হবে। তারা জিহাদ করবে আল্লাহর পথে, আর তারা কোন নিন্দুকের নিন্দার ভয় করবে না।

এটা আল্লাহতাআলার অনুগ্রহ, যাকে তিনি ইচ্ছা করেন তা দান করেন। বস্তুতঃ আল্লাহতাআলা সুপ্রশস্ত মহাজ্ঞানী। ’’ (সূরা মায়িদাহ-৫৪) এ আয়াতে পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে- ১.আল্লাহ ও তাঁর পছন্দনীয় পরিকল্পিত লোকদের ভালবাসা : ‘‘যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালবাসে আর আল্লাহর জন্য কারো সঙ্গে দুশমনী রাখে এবং আল্লাহর জন্য কাউকে দান করে আর আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে সে নিজের ঈমানকে পূর্ণতা দান করলো। ’’ (আবু দাউদ, তিরমিযী, মিশকাত) ২.মুমিনদের প্রতি বিনয়ী আচরণ : ‘‘তারা মুমিনদের প্রতি বিনয়ী..। ’’ (সূরা মায়িদাহ-৫৪) ৩.কাফির বা আল্লাহদ্রোহীদের প্রতি কঠোর হওয়া : ‘‘তারা (মুমিনগণ) কাফির (বা সত্য-প্রত্যাখ্যানকারী)-দের (কুফুরীর) প্রতি অতি কঠোর আর পরস্পরের মধ্যে অতি রহমশীল (কোমল)।

’’ (সূরা ফাতহ-২৯) ৪.আল্লাহর পথে সংগ্রাম করা : ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত ও বিজয়ী করা জন্য বাতিলের বিরুদ্ধে জান-মাল, সময়, বুদ্ধি-জ্ঞান ও শক্তি-সামর্থ নিয়োজিত করে সংগ্রাম করাকে বলে জিহাদ (তথা ইসলামী আন্দোলন)। আল্লাহ বলেন, ‘‘নিশ্চয়ই আল্লাহ ভালবাসেন সেসব লোকদের যারা তার পথে সংগ্রাম করে সারিবদ্ধ হয়ে সুদৃঢ় সীসাঢালা প্রাচীরের মতো। ’’ (সূরা সফঃ ৪) মহানবী (সাঃ) বলেছেন, ‘‘জালিম (নির্যাতনকারী) শাসক (ও রাষ্ট্রমতাধর)-এর সম্মুখে সুস্পষ্ট সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। ’’ (তিরমিযী, আবু দাউদ, মুসনাদে আহমদ, নাসায়ী) ৫.রক্তচক্ষু বা নিন্দুকের পরোয়া না করা : শয়তানের তল্পিবাহকরা মিথ্যা-বানোয়াট তৈরি করে, অপপ্রচার করে, নিন্দা-তিরস্কার-গালাগাল ও ব্যঙ্গ-বিদ্রুপ করে, তপ্ত মরুভূমিতে পাথর চাপা দিয়ে, আগুনে নিক্ষেপ করে, সামাজিক বয়কট, জেল-যুলুম ও পুলিশী নির্যাতন চালিয়ে, স্বদেশ থেকে বহিষ্কার ও নাগরিকত্ব বাতিল করে, বোমা নিক্ষেপ করে এবং ফাঁসিতে ঝুলিয়ে সত্যের অভিযানকে বাধা দেবার চেষ্টা করেছে। তাই, মহানবী (সাঃ) বলেছেন, ‘‘আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার (ও উৎপীড়কের উৎপীড়নের) ভয় করো না।

’’ (বায়হাকী) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.