আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার নীলে

সেই কবে হারিয়েছি তবু স্মৃতি তাড়না, জীবনের এক কোণে রোজ পদচারণা, যতো চাই ভুলে যাই, মনে পড়ে আরো না। নিজেকে বোঝাই যতো, ঢের হলো ছাড়োনা, অনায়াসে সে পেরেছে তুমি কেনো পারো না, স্মৃতিগুলো ফিরে আসে আরো হয়ে গাঢ় না। সুখে আছো, ভালো আছো, দিয়েছিলে ধারণা, বলেছিলে তুমি নাকি স্মৃতি নাড়োচাড়ো না। জানি জানি এ যাওয়া কভু ফিরিবারও না, বেদনার নীলে মোড়া সব আমার, কারো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।