আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তি সহ ধর্মীয় আলোকে জানতে চাই (প্রয়োজনে রেফারেন্স সহ)।

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে) ঘটনাটা আম্রিকার.......নিউয়র্কে......। আমার এক জুনিয়র বন্ধু প্রায় বছরখানেক হলো বাংলাদেশ থেকে এসেছে.......এসে সে কাজ করছে ফাষ্টফুড জাতীয় এক খাবার দোকানে..........বলা বাহুল্য...নিউইর্য়কে ফাষ্টফুডের দোকানে সবচেয়ে বেশি জনপ্রিয় আইটেম গুলোই পর্ক (শুয়োর) এর আইটেম.......যেমন হ্যামবার্গার,প্রশুতো স্যান্ডউইচ,পেপরনী পিজা......এইগুলা.......। এখানে সে স্বাচ্ছন্দে কাজ করছে এবং সপ্তাহে ৩৫০-৪০০ ডলার আয় করছে..........। আমি তাকে পরামর্শ দিলাম কোন বারে হেল্পার হিসেবে হলেও কাজ খোজা........কারন এখানে বারটেন্ডাররা এক দেড় লাখ ডলার বছরে আয় করে........আর এখানকার বারটেন্ডারের কাজে একবার জেনে গেলে চাকরীর কোন অভাব নেই..........। কিন্তু ও কোন একটা হাদিসের রেফারেন্স দিয়ে বললো......বারে কাজ করাটা নাকি হারাম........এখান থেকে অর্জিত পয়সা ভালো কোন কাজে ব্যায় করা যাবেনা.........। এখন আমার জিজ্ঞাসা হলো.......ব্যাপারটা সত্য কিনা.......আমি যেহেতু ব্যাবসাটা করছিনা......বা খাচ্ছিও না......তাই চাকুরী আমি কোথায় করছি সেটা কি মুখ্য হতে পারে ? আর বারে কাজ করাটা বেঠিক হলে......(যেহেতু হারাম মদ বিক্রি করে)......ওই ফাষ্টফুডের দেকানেও কাজ করাটা কিভাবে ঠিক হয়.........?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.