আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীষ্মের বই উত্সবে ‘আড্ডা’

ঠিক প্রকাশনা কিংবা মোড়ক উন্মোচনের অনুষ্ঠান নয়। আবার বই নিয়ে আলোচনা অনুষ্ঠানও বলা যাবে না। আমন্ত্রণপত্র কিংবা মঞ্চের ব্যানারে সুনির্দিষ্ট করে না লিখলেও প্রকাশনা সংস্থা অ্যাডর্নের আয়োজনকে ‘আড্ডা’ হিসেবেই গণ্য করলেন অতিথিরা। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের নিচতলার সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি।
অ্যাডর্ন পাবলিকেশন্সের আয়োজনে ১ জুন থেকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে চলছে গ্রীষ্মের বই উত্সব।

উত্সবকে কেন্দ্র করে একই প্রতিষ্ঠানের নিচতলার সেমিনার কক্ষে গতকাল বিকেলে আয়োজন করা হয় অ্যাডর্ন নির্বাচিত সেরা তিন উপন্যাস নিয়ে বিশেষ অনুষ্ঠানের। উপন্যাস তিনটি হচ্ছে মোস্তাক শরীফের সেদিন অনন্ত মধ্যরাতে, পরিতোষ হালদারের গাঙপরান, শুভাশিস সিনহার কুলিমানুর ঘুম। এতে লেখকেরা তাঁদের বই ও লেখালেখির অভিজ্ঞতা তুলে ধরেন। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আতা সরকার, সুব্রত বড়ুয়া, আহমাদ মাযহার, ফারুক মাহমুদ, মাহবুব সাদিক প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডর্নের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন।


এ বছর প্রথমবারের মতো গ্রীষ্মের বই উত্সব আয়োজন করেছে অ্যাডর্ন। চলবে ১৫ জুন পর্যন্ত। শুক্রবার ছাড়া সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বই বিক্রি হবে। উত্সবে শিশু-কিশোরদের বই, গল্প, উপন্যাস, নাটক, কবিতা, ক্ল্যাসিক, প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ, অর্থনীতি, রাজনীতি, আদিবাসী, দর্শন, ধর্ম, ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথাসহ বাংলা-ইংরেজি উভয় ভাষায় লেখা বইয়ের সমাহার রয়েছে। বই উত্সবে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে বই কেনা যাবে।



দুই সংগীতব্যক্তিত্ব স্মরণ
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল শিল্পকলা একাডেমীতে ওস্তাদ মোমতাজ আলী খান ও কানাইলাল শীলকে স্মরণ করা হলো গান ও আলোচনায়। এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
আলোচনায় অংশ নেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।

আলোচনা শেষে সমবেত সংগীত পরিবেশন করে মোমতাজ আলী খান সংগীত একাডেমি ও কানাইলাল শীল শিল্পীগোষ্ঠী। ছিল একক পরিবেশনাও।
বাবার লেখা ও সুরের গান শোনান মোমতাজ আলী খানের মেয়ে রূপু খান। পরিবেশন করেন ‘আগে জানি না রে দয়াল’ ও ‘কারো প্রাণে মধুর বরষা’ শিরোনামের দুটি গান। এ ছাড়া গান গেয়েছেন মীনা বড়ুয়া, নাদিরা বেগম, কানন বালা সরকার, শেখ হেমায়েত, সরদার রহমতুল্লাহ প্রমুখ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।