আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীষ্মের মেঘমেলায়

আহসান জামান

১. মৃত্ত্বিকাপোড়া গ্রীষ্ম রোদ্দুরে হা-খোলা জানালায় জেগেছে তার শীতলক্ষুধা; সূর্য আলোয় দীর্ঘ দিনমান চোখ তুলে দাঁড়িয়ে আছে অই; চারিধারে সবুজমুখ, হাওয়ার মুক্তধারা। উরুদেশে জেগেছে সমুদ্র, স্নানকাতরায়। ২. বৈশাখী বিকেল; আকাশে কালোমেঘ, জলজযানে উড়ে আসছে অন্ধকার। কতশত চিলপাখি মেথেছে আজ বৃত্তমিছিলে, আকাশে এঁকে দিয়ে নিশানার পুকুর; ডেকে তোলে কৃষকের তৃষ্ণামন, আশার আনন্দচোখ। আমাদের ভৈরব নাচে, গাঙধার ছুঁয়ে যায় জলের হিল্লোল; মাটিমন আহ্লাদে খুলে যায় নিরব নিমন্ত্রণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।