আমাদের কথা খুঁজে নিন

   

সম্মানিত জ্যাকি শ্রফ

৩ মার্চ ইন্দো-ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের বীরেন্দ্র শর্মা, ৫৬ বছর বয়সি ওই বলিউডি অভিনেতার হাতে পদকটি তুলে দেন। দেব আনন্দের ‘সোয়ামি দাদা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জ্যাকি।
১৯৮৩ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘হিরো’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে জ্যাকি অভিনয় করেন। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন মিনাক্ষী শেষাদ্রি। শাম্মী কাপুর, সঞ্জিব কাপুর এবং অমরেশ পুরির মতো নামিদামি অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।


এ পর্যন্ত প্রায় দেড়শ’র মতো সিনেমায় অভিনয় করেছেন জ্যাকি। অভিনেতা অনিল কাপুরের সঙ্গে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘ইয়ুধ’, ‘আন্দার বাহার’, ‘কার্মা’, ‘রাম লক্ষণ’, ‘১৯৪২ এ লাভ স্টোরি’ এবং ‘ত্রিমূর্তি’।
১৯৯০ সালে ‘পারিন্দে’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান জ্যাকি। ১৯৯৫ সালে ‘১৯৪২ এ লাভ স্টোরি’ সিনেমায় অভিনয় করে ফিল্মফেয়ারে পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.