আমাদের কথা খুঁজে নিন

   

কানে সম্মানিত হবেন অনুরাগ

সম্প্রতি একটি বিবৃতিতে ভারতে অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূত জানিয়েছেন, শৈল্পিক প্রতিভা এবং বিশ্বের দরবারে ভারতীয় সিনেমাকে তুলে ধরার আন্তরিক প্রয়াসের জন্য অনুরাগ কশ্যপকে ফ্রান্স সরকার ‘নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস’ খেতাবে ভূষিত করবে।
‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক অনুরাগ এবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করবেন তার নতুন সিনেমা ‘আগলি’। ‘বোম্বে টকিজ’ সিনেমার একটি অংশেরও পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। সিনেমাটি উৎসবে প্রদর্শিত হচ্ছে।
জানা গেছে, এর আগে কান উৎসবে প্রদর্শিত আরও দুটি সিনেমা ‘মনসুন শুটআউট’ এবং ‘লাঞ্চবক্স’ প্রযোজনা করেছিলেন অনুরাগ।
অনুরাগের আগে ভারতের বেশ কয়েকজন শিল্পীকে দেওয়া হয়েছে এই বিশেষ সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই এবং লতা মুঙ্গেশকার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.