আমাদের কথা খুঁজে নিন

   

১৫০০ টাকায় এ আমি কি ঐশ্বর্য পাইলাম !!!

দোকানে গিয়া অমায়িক ভাবে দোকানদার ভাইকে বলিলাম, সব থেকে কম দামের একখানা মোবাইল দেন যাতে শুধু গান শুনা যাইবো। উনি Symphony B4i খানা ধরায়া দিয়া কহিলেন, আপনার জন্য এইটা ই উপযুক্ত। জীবনের প্রথম কোনো ধরণের যাচাই-বাছাই ও দরদাম ছাড়া দোকানদারের হাতে ১৫০০ টাকা গুজিয় দিয়া মোবাইল সেটখানা খরিদ করিয়া ইয়া নফসি ইয়া নফসি জপিতে জপিতে বাসায় চলিয়া আসিলাম !!! আজকে মোবাইল খানা হাতে নিয়ে উহার রঙ্গিন ডিসপ্লের দিকে তাকিয়ে আমার চক্ষু পুরাই চড়কগাছ। হেন কোন কাজ না, যা এই ১৫০০ টাকা মোবাইল দেয়া করা যায়। না। বিষ্ময়ের সূচনা মোবাইলে সিম প্রবেশ করাইতে গিয়ে। একখানা সিম হাতে লইয়া প্রবেশ করাইতে গিয়া দেখি সিমের স্লট তো দুই টা !!! অডিও, ভিডিও, রেডিও তো আছে ই, সাথে আরো আছে ইন্টারনেট (যা দিয়া আসলেই নেট চালনা করা যায়) আছে বিপুল স্থান সম্পন্ন (১৬ জিবি) মেমরি কার্ড স্লট। ২ জিবি মেমরি কার্ড স্লটে পুড়িয়া যখন চিন্তা করতেছি এতো মেমরী দিয়া করিব কি, তখন ই আবিষ্কার করিলাম, আমার সখের মোবাইল খানা দিয়ে ছবি যেমন তুলা যায়, তেমনি ভিডু ও করা যায়, আর পিডিএফ পড়ার জন্য পিডিএফ রিডার তো রয়েছে ই, জায়গা পূরণ করা কোনো সমস্যা ই না এখন। আর জিনিসপত্র আদান প্রদান করিবার জন্য তো দ্রুত গতির ব্লুটুথ আর ডাটা ক্যাবল। আর মোবাইলের সম্মুখ প্রান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্চ লাইটের কথা না বলিলেই নয় !!! বাংলালিংক দামে ক্রয়-কৃত প্রযুক্তির এই অপার বিস্ময়ের দিকে আমি শুধু তাকিয়ে ই আছি আর তাকিয়ে ই আছি !!! চাইনিজগণের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক !!! উহারা না থাকিলে ১৫০০ টাকা মোবাইলের খাপ ও পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে !!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.