আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ফ্যাক্টস :: ১৫০০ খ্রীস্টাব্দের ইওরোপে।

শুধুই দেখি... ১। বেশির ভাগ লোকই বিয়ে করতো জুন মাসে, কারণ তাদের বাৎসরিক গোসলের সময় ছিলো মে মাসে, এবং জুনে তাদের দেহের গন্ধ মোটামুটি ভালোই থাকতো। তবে যেহেতু জুন মাস আসতে আসতে শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে যেতো, তাই বিয়ের কনে তার সাথে ফুলের তোড়া রাখতো দুর্গন্ধ ঢেকে রাখতে। আর তখন থেকেই ইওরোপে বিয়ের জন্য ফুলের তোড়া সংগে নেবার প্রচলন শুরু হয়। ২। তারা খড়ের ছাদ ব্যবহার করতো, যার নীচে কোন কাঠ ছিলো না, এবং এটি বেশ খাড়া হয়ে থাকতো। বিড়ালসহ বিভিন্ন ছোট ছোট প্রাণী (যেমন, পোকা মাকড়, ইদুর) উষ্ণ থাকবার জন‌্য ঐ ছাদেই থাকতো একমাত্র জায়গা। তাই যখন বৃষ্টি পড়তো তখন ছাদ পিচ্ছিল হয়ে কিছু কিছু প্রাণী পিছল খেয়ে পড়তো; সেই থেকে মুষলধারে বৃষ্টি হলে তারা তাকে বলতো, "It's raining cats and dogs."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.