আমাদের কথা খুঁজে নিন

   

সংঘর্ষে ১০ সংবাদকর্মী আহত

রাজধানীর পল্টনসহ আশপাশের এলাকায় আজ রোববার পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষ চলে। এসব এলাকায় দায়িত্ব পালনকালে ১০ জন সংবাদকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সংবাদকর্মীরা হলেন ‘দৈনিক জনকণ্ঠ’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ফিরোজ মান্না, ‘নিউ এজ’-এর প্রতিবেদক রফিকুল ইসলাম, গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসেন ও ক্যামেরাম্যান লিটন, সময় টেলিভিশনের প্রতিবেদক সাইফুল রুদ্র, মোহনা টেলিভিশনের প্রতিবেদক নাসির উদ্দিন,ক্যামেরাম্যান সজিব, বিডিনিউজের ফারহান ফেরদৌস ও ক্যামেরাম্যান মুন্না। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

আহত দুই সংবাদকর্মী গাজী টেলিভিশনের প্রতিবেদক সাজ্জাদ হোসেন ও ক্যামেরাম্যান লিটনকে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তিকক্ষের কর্তব্যরত অফিস সহকারী তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অন্তত ৭০ জন চিকিত্সা নিয়েছেন। আহত লোকজনের মধ্যে ১০ জন সংবাদকর্মী রয়েছেন।

পাঁচ পুলিশ আহত
এদিকে এই সংঘর্ষের ঘটনায় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত পুলিশের সদস্যা হলেন নায়েক হান্নান, কনস্টেবল আনোয়ার হোসেন ও সাদ্দাম এবং বিজয়নগরে কার্যালয়ে দেওয়া হেফাজতের আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন ট্রাফিক পুলিশের কনস্টেবল পিয়ারুল।

অন্যজনের নাম জানা যায়নি। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.