আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া কি খান? নাকি ঘুমান?

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো প্রথম আলোতে সর্বাধিক পঠিত সংবাদের তালিকায় একটা শিরোনাম দেইখা গুতা দিলাম। "জিয়ার নিঃশব্দ বিদায়"-বেশ একটা হাহাকার জাগানিয়া ভাব আনছে। আমি ভাবসিলাম ইলেকশন ইয়ারে তাহের হত্যা কেইসের সিলসিলা টাইনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানরে আরেকবার গুতা মারার কৌশিশ করতেছে প্রথম আলোর কোন ভাড়াটে কলমবাজ। বরাবরের মতোই টেম্পু দিয়া ট্রাকে গুতার মারার ফলাফল কি তা অব্জার্ভ করতে আমার বেশ বিনোদন হয়। রাস্তায় ভিড় লাগায়া দেখি।

এমন বিনোদন যে সর্বাধিক পঠিত হইব তাতে আমি মতিভাইয়ের চেয়েও নিঃসন্দেহ ছিলাম। সারপ্রাইজ সারপ্রাইজ। উই নেভার নো হোয়াটস ইন্সাইড দাঁ বক্স বিফোর ওপেনিং ইট। সংবাদের এই জিয়ার সাথে তারেক জিয়ার বাবার কোন মিল নাই। বলিউডের কোন এক জিয়া নাম্নী নায়িকা (উনার আত্মার প্রতি সম্মান রাইখাই বলতেছি- নায়িকা হিসাবে উনার অবস্থান দ্বিতীয় নাকি তৃতীয় সারিতে সেইটাও আমার জানা নাই) সুইসাইড করসে- সেই কেচ্ছা।

আমি জানি পপুলার ট্রেন্ড হইতেছে, স্ট্যাটাসের এই অংশে আইসা নিখিল ভারত আধিপত্যবাদ কায়েমে প্রথম আলোর হীন প্রচেষ্টা, সেইসাথে সরকারের ভারতপ্রীতি জড়াইয়া দুইটা লাইন লেইখা কৈষা ইন্টার মাইরা ছাইড়া দিতে হবে পোষ্ট। এইটা মার্কেটে চলে বেশি। লাইক এন্ড শেয়ার ম্যানিয়াকদের শিহরন জাগাইতে অর্ধশতাব্দী পুরাতন এন্টি-ইন্ডিয়া সেন্টিমেন্টের সাথে কিছু ইসলামী সেন্টিমেন্ট চাগাইতে পারলে শিওর সাকসেস। কিন্তু ব্রাদার, সত্য হইতেছে প্রথম আলো একটা বাজারমুখী পত্রিকা। আর দশটা পত্রিকার মতোই তারে বিক্রি করতে হয় চানাচুর খবর।

এখন এই সর্বাধিক পঠিত সংবাদভোক্তা কিন্তু আপনিই। আপনিই জানতে চান, এই জিয়া কি খান নাকি ঘুমান। কে তারে মারলো? আপনার বাসার টিভিতে রাইত হইলে হিন্দি সিরিয়ালের ফর্সা স্বাস্থ্যবতী ভাবি দেখেন। তাগো শাড়ির প্যাচ মারা আর সংসারের প্যাচমারা রপ্ত করেন আপনের বউ, ভাবি, বোনেরা। রমজানের শেষ হইতে না হইতেই বাজারে গিয়া সেইসবই খুজেন তারা।

এই বাজারতো আপনারাই তৈয়ার করসেন। ডিমান্ড আছে বইলাই এই সংবাদের জোগান আসতেছে। এক্ষনে আপনে জিগাইতেই পারেন ' হোয়াই প্রথম আলো ইজ ডুইং দিস চিপ শিট?' ক্যানো প্রথম আলো চিপ শিট রিপোর্টিং বেচবেনা যদি তা বিক্রি হয়? তাগো কাছে আপনারা প্রত্যাশা করেন তারা আপনার সংস্কৃতির ধারন-বাহক হইয়া সেইটারে উঁচা কইরা ধরুক। তাগো ট্রেন্ড সেটার হিসাবে সাংস্কৃতিক ডিক্টেটরশিপের মুকুট আমরাই পড়াইসি। তার প্রমান এই প্রত্যাশা।

এই প্রত্যাশার মূলে প্রথম আলোর প্রচারিত বাঙ্গালিয়ানাতে আপনার অভ্যস্ততা ও আসক্তিই কারণ বইলা মনে হয়। এখন বইলেন না, প্রথম আলো ইজ এডিক্টিভ এন্ড সিকাডটিভ। সত্য হইচ্ছে, আপনেরা ভন্ড। মুসলিম হিসাবে ভন্ড, বাঙালি হিসাবে ভন্ড। আপনারা পপির সংবাদ এড়ায়ে গেলেও সানি লিওনের সংবাদ মিস করেন না।

বিকজ শি ইজ বিচ, জাস্ট লাইক ইউ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.