আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ খালেদা জিয়া

অনেক দেশে এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি বিরোধী দলের নেত্রীর শেষ শ্রদ্ধা জানাতে যাওয়াটা বিশাল কিছু। খালেদা জিয়া তাই ইতিবাচক কারণেই স্থান পেয়েছেন সব খবরের শীর্ষে। ধন্যবাদ খালেদা জিয়া। সরকার এবং সরকারবিরোধী প্রায় সবার কাছেই শ্রদ্ধেয় এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নামবে এটাই স্বাভাবিক৷ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

কিন্তু প্রথম দিনেই যে দেশজুড়ে একটা খুশির ঝিরি ঝিরি হাওয়াও বয়ে গেছে। রাষ্ট্রীয় এসব শোকে সমর্থন দিয়েছে বিরোধী দল। সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে তারা। জনগণের ভোটই কোনো সরকারের জন্য শেষ কথা – গণতন্ত্রের সহজ, প্রতিষ্ঠিত এ সত্যকে বুড়ো আঙুল দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষমতা দখল করা, সেই হত্যার বিচারের পথ চিরতরে রুদ্ধ করতে সংসদে ইনডেমনিটি পাশ, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করা শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা, যু্দ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের মন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ‘সম্মানিত' করা, বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে খুব ঘটা করে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন – এমন কিছু ঘটনার কারণে আওয়ামী লীগের কাছে বিএনপি আর যেন রাজনৈতিক প্রতিপক্ষ নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। দু দলের সম্পর্ককে ‘বিরোধিতা' না বলে ‘শত্রুতা' বললে বোধহয় সত্যের অপলাপই হয়।

নইলে জীবদ্দশায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' বললেও সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কেন রাষ্ট্রপতি হয়েই ‘বঙ্গবন্ধু' শব্দটিকেই বর্জন করবেন। বিএনপি এখনো সেই ধারাতেই চলছে৷ দীর্ঘ হানাহানির মাঝে একটা দুটো সুস্থ, স্বাভাবিক আচরণ যে দেখা যায়নি তা নয়, তবে সেগুলো অনুল্লেখ্য হয়ে গেছে হানাহানির পৌনঃপুনিকতায় ফেরায়। এত কিছর পর্কও কিছু বিস্ময় মনে পুলক জাগায়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং এ দাবির বীভৎস বিরোধিতার বাতাবরণে এ এক অবর্ণনীয় সুখানুভূতির উৎস। এমন উপহারের জন্য খালেদা জিয়ার ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.