আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকে চাকুরী এবং কিছু কথা!

গত কয়েক বছর যাবত দেখছি ব্যাংকে চাকুরীজীবিদের বেশ ভাব। বিয়ের পাত্র হিসেবেও বেশ এগিয়ে আছেন। কিন্তু বেতন পরিসংখানে আমার কাছে অতটা গ্রহনযোগ্য মনে হয়নি। তবে বিভিন্ন ব্যাংকের অর্থ কেলেংকারীতে বেরিয়ে আসছে কেন ব্যাংকের ক্যাশিয়ার হয়েও অতো ভাবের সাথে তারা চলেন। লোন পাশ করালেই কমিশনের টাকা পৌছে যাচ্ছে ব্যাংকের পিয়ন থেকে শুরু করে উর্দ্ধতন কর্মকর্তাদের হাতে।

দু'টি ঘটনার অবতারনা করি তাহলেই বুঝতে পারবেন কেন লিখছি। কোন ব্যাংকারের প্রতি আমার আক্রোশ নেই, শুধুই ব্যক্তিগত ভাবনা মাত্র। ঘটনা-১ আমার ছোট বোনের দেবর প্রাইভেট ব্যাংকে জব করে, ওদের ফ্লাটেই একসাথে থাকতো। ছুটির দিন এবং রাতে শুরু হলো লোন গ্রহীতাদের আনাগোনা। পরিবারের লোকজন বুঝে ফেললো "ডাল মে কুচ কালা হে"।

বেয়াই সাহেব ফ্লাট থেকে বেরিয়ে নিজেই একা ফ্লাট নিয়ে নিলেন, শুনেছি বেশ রাজকীয় হালে আছেন। কিন্তু কিভাবে? হা হা হা এবার বুঝে নিন। বলে রাখি বেয়াই সাহেব তখনই আমার বেতনের অর্ধেক বেতন পেতেন। ঘটনা-২ ব্র্যান্ডের চাকুরী এক জায়গায় ১-২ বছরের বেশি করলেই অন্তজ্বালা শুরু হয়। আমারও ইদানিং নতুন জায়গায় চাকুরী নেয়ার ইচ্ছে হলো।

সাবেক এক বসকে মনোবাসনা জানালাম, সে তার অফিসেই অফার করলো। ওনাদের এমডি সাহেবের সাথে সাক্ষাত সারতে গতকাল গুলশান গিয়েছিলাম। সাক্ষাত শেষে রাস্তায় সিএনজি খুজছিলাম। হঠাৎ এক চেনা মুখ , বলে উঠলাম কি খবর। সেও বলল ...কেমন আছো? আমি কিছুটা থতমত।

তার সাথে আমার সম্পর্কটাতো আমার "তুমি" না। আমি আপনিই সম্বোধন করলাম। মনে পড়ে গেলো ৬ বছর আগে একই বিল্ডিং-এ দু'জনে জব করতাম একই পেশায় শুধু প্রতিষ্ঠান আলাদা ছিলো। থিয়েটার করতাম শুনে আগ্রহ প্রকাশ করেছিলো। সিনিয়রদের বলে কয়ে ভর্তি করিয়ে দিয়েছিলাম।

আপনি বলেইতো সম্বোধন করতো। তাহলে আজ কেন... ওহ বুঝতে পেরেছি সে এখন একটি প্রাইভেট ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, পদের ভারে হয়তো তুমি বলেছে, তুই বলেনি ভাগ্য ভালো আমার। লবিং থাকলে আমিও হয়তো এমন পোষ্ট ভাগাতে পারতাম, লোন দিয়ে লুটপাট করে তুমি, তুই-ই সম্বোধন করতাম। বিঃদ্রঃ সব সেক্টরই ভালো খারাপ লোক আছে, ইদানিং ব্যাংকগুলোতে লোন প্রদান নিয়ে দূর্নিতীর খবরগুলো মনটা ব্যাথিত করে তোলে। ভালো লোকগুলো ছিলো বলেই এ মুখোশ বেরিয়ে এসেছে।

তাদের জানাই স-শ্রদ্ধ সালাম  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.