আমাদের কথা খুঁজে নিন

   

*******ফরেক্স রেকর্ড********

Help Desk https://www.facebook.com/earningschool24 সম্পুর্ন একজন নতুন ট্রেডার.. ফরেক্স সম্পর্কে খুব একটা ধারনা নেই.. কয়েকদিন ডেমোতে শুধু বাই/সেল শিখেই ১০০ ডলারের একটা রিয়েল একাউন্ট খুলে বসল.... তাহলে এমন ট্রেডারের একাউন্ট শুন্য হতে কত দিন লাগবে.. বলুন তো..? ১দিন? ১ সাপ্তাহ? ১ মাস? ২ মাস? ৩ মাস? ৬ মাস..? না, আপনি যা ভাবছেন মোটেও তা না। সে দীর্ঘ প্রায় এক বছর ( ১১ মাস ) ভয়ানক যুদ্ধ করার পর শেষ পর্যন্ত ক্লন্ত পরিশ্রান্ত হয়ে একাউন্ট শুন্য করে ফেলে.. :O ভাবছেন একাউন্টই যদি শুন্য হয়ে যায় তাহলে আর রেকর্ড কিসের..??? ইয়েস এটা রেকর্ড অন্তত আমার কছে অবশ্যই রেকর্ড..। গত এক বছরে অনেক রথী মাহারথীদের হাজার হাজর ডলারে একাউন্ট চোখের সামনে শুন্য হতে দেখেছি.. । আর নতুন ট্রেডারদের কথা নাই বা বললাম। নিঃশন্দেহে এটা জীবনের প্রথম রিয়েল একাউন্ট সবচেয়ে বেশিদিন টিকিয়ে রাখার রেকর্ড।

দেশে এবং দেশের বাইরে এরকম নতুন ট্রেডার আমি দেখিনি.... কেউ থাকলে তার স্ট্যাটাস শেয়ার করতে পারেন.... আর নোমানের Bakhtiar Hasan Noman এই একাউন্টা শুন্য হবার পেছনে আমি নিজেকে কিছুটা দায়ী মনে করি.. কারন গত বছর তাকে যখন একাউন্ট করে দিলাম.. শুধু প্রথম ৭ দিন আমি নিজে ট্রেড করেছি... তারপর কয়েক মাস আমি শুধু একাউন্টি মনিটরিং করেছি । গত এক বছরে মেঘনা নদীতে অনেক জ্বল গড়িয়েছে.. EURUSD সেই ৪৫ থেকে ২০ এর ঘর দেখে গিয়েছে.... কত বড় বড় ট্রেডাররা গো ডলার গো বলে কাঁদতে থাকল .. কিন্তু সিলেটের এই ছেলে Bakhtiar Hasan Noman এর মাত্র ১০০ ডলারের একাউন্ট অক্ষতই রয়ে গেল.. ভাবলাম যাক বাবা বাঁচা গেছে ট্রেন লাইনে উঠিয়ে দিয়েছি.. এখন সে নিজেই ট্রেনটি চালিয়ে নিতে পারবে.... এই ভেবে গত ২/৩ মাস তার একাউন্টি আর দেখিনি......... কিন্তু অনন্ত পরিতাপের বিষয় গত কিছুদিন আগে নোমান আমাকে ফোন করে বলে ভাইয়া একাউন্ট তো মারা গেছে ( শুন্য হয়ে গেছে ) ( ইন্নানিল্লাহি........ রাজিউন একাউন্ট শুন্য হোক আর যাই হোক ছেলের ধৈর্য আছে একথা বলা যায়..। খুব একটা ফরমুলার বাইরে যায় নি.. ( নতুনদের জন্য এটা অবিশ্বাস্য যে ফরমুলা ব্রেক না করা ) আর তার ধৈর্য না থাকলে কখনোই আর যাই হোক গ্রমীন ফোনের কাস্টোমার কেয়ারে জব করতে পারত না । নোমানের একাউন্টের রুহের মাগফেরাত কামনা করছি সে সবার দোয়াপার্থী চাইলে যে কেউ একাউন্টটি দেখতে পারেন। Account: 461306 MT4- investor password : B2522f Server: RoboForex-FixCent Broker: Roboforex.com ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.