আমাদের কথা খুঁজে নিন

   

সাদেক আলির স্বপ্ন

ভালো থাকতে চাই..। যা কিছু ভালো সেদিকে সবাইকে আহবান.। সাদেক আলি স্বপ্ন দেখতে ভালবাসেন। তা সে দিবাস্বপ্নই হোক কিম্বা রাতদুপুরের স্বপ্নই হোক। অবশ্য তার সর্বাধিক প্রিয় ভোররাতের কোন সুন্দর স্বপ্ন।

ভোররাতের স্বপ্নটা যদি সুন্দর হয় তাহলে তার দিনটাই ভাল যায়। খুশিখুশি মনে বাসা থেকে বের হয়। অফিসে কারো সাথে মুখ গোমড়া করে কথা বলে না। আশায় থাকে, স্বপ্ন হবে সত্যি। কিছু স্বপ্ন আসলে চোখ বুজে দেখাই লাগে না।

এখনকার টিভি চ্যানেলগুলোর কল্যাণে জেগে জেগেই অনেক স্বপ্ন দেখে ফেলা যায়। প্রতিদিন খবরে কি সুন্দর একটা পদ্মা সেতুর নকশা দেখায়, সেখানে দেখায় পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে চলেছে দ্রুতগতির ট্রেন। এনিমেশন হলেও সাদেক আলির মনে হয় একেবারে আসল ,দেখে মনটা জুড়িয়ে যায়। ভাবে একদিন এই ট্রেনে করে বাড়ি যাবে। নিচে না হয় বয়ে যাক প্রমত্ত পদ্মা, তাতে তার কি বা এসে যায়।

রাতে দেখা স্বপ্নগুলোর কোনও ব্যাকআপ স্বপ্ন থাকে না। কিন্তু তার এই সেতু স্বপ্নের নাকি একটা ব্যাকআপ স্বপ্ন আছে। সরকার তার প্রথম দেখা স্বপ্নে দেখল একটা সেতু হবে পদ্মা নদীর উপর যার ওপর দিয়ে গাড়ি ও নিচ দিয়ে রেল চলবে। কিছু দুষ্ট চক্র এই সুন্দর স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। এখন বদলে যাওয়া স্বপ্নে ট্রেন লাইনটাই নাকি হাওয়া হয়ে গেছে ।

এটা-তো তার কোনও ব্যক্তিগত স্বপ্ন নয়,মাঝরাতে দেখা কোনও স্বপ্ন নয় , এটা কোটি মানুষের স্বপ্ন। একসাথে কোটি মানুষের স্বপ্ন বদলে দিয়েছে দুয়েকজন ক্ষমতাবান মানুষ। তাদেরকে অভিবাদন জানাতে চায় সাদেক আলি কিন্তু কিভাবে জানাবে সেটা তার জানা নাই…। সাদেক আলির স্বভাবই খারাপ। সে আবার স্বপ্ন দেখে।

ভোররাতের স্বপ্ন। পদ্মার বুক চিরে বিরাট সেতু বানানো হয়েছে । কিন্তু সেতুটা কেমন খাঁ খাঁ করছে , গাড়ী নাই। অবাক হয় সাদেক আলি। ততদিনে পদ্মার বুকে আর পানি নাই , শুধু ধুধু চর , সেতুর নিচ দিয়েই গাড়িগুলো ছুটে চলেছে বিপুল গতিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.