আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণা নামের ব্লগারের নিকট প্রশ্ন!!!

। অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি। আপনার পোস্টে মন্তব্য করতে যেয়ে দেখি নিতীমালার কারণর পোস্টটি সরিয়ে ফেলা হোয়েছে। তবুও আমার মনে হোলো আপনি নিচে উল্লেখিত প্রশ্নটিই রেখেছিলেন ব্লগার-বৃন্দের কাছে। একজন ব্লগার একটি প্রশ্ন রেখেছিলেন কেনো হত্যা করা হোলো আমেরিকান এ্যাম্বেসেডারকে? মুসলিম হিসেবে আমরা এটা সাপোর্ট করি কিনা।

অর্থাৎ আমরা ব্লগাররা এই বিষয়টিকে নিতিগত ভাবে সাপোর্ট করি কিনা। আমরা নিরিহ কোনো মানুষতো দুরের কথা এমনকি কোনো জিবজন্তু হত্যা করার বিপক্ষে। ইসলাম কোনোভাবেই কোনো অন্যায় কে সমর্থন করেনা। কিন্তু আপনি আমেরিকায় থাকেন বলেই কি নির্লজ্জভাবে আমেরিকার দালালি করতে হবে?আমেরিকা সারা বিশ্বকে ততটুকুই দেখায় যতটুকুতে তাদের স্বার্থ আছে। সমস্ত পৃথিবিকে নিয়ন্ত্রন করছে আজকের আমেরিকা সেই সাথে সংবাদ মাধ্যমে তারা ইসলামের বিরুদ্ধেই প্রচার করছে।

এটা কি আপনার জানা আছে? ইরাক ,ইরান,সিরিয়া, লিবিয়া,আফগানস্থান সহ প্যলেস্টাইনে যে হত্যযজ্ঞ চলছে তার দ্বায়ভার একমাত্র আমেরিকার। অসহায় নারী,পুরষ,শিশুদের হত্যা করছে এর বিরুদ্ধে কি কখনও কোনো প্রতিবাদ করতে দেখেছেন এই দেশের প্রেসিডেন্ট কিংবা পররাস্ট্রমন্ত্রীকে?যদি আপনি আমার প্রশ্নের উত্তর দেন তাহোলে আমিও সকল ব্লগারদের পক্ষ থেকে আপনার প্রশ্নের উত্তর দেবো। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.