আমাদের কথা খুঁজে নিন

   

কি করনীয়!

অজানাকে জানার আগ্রহ......... বউ কানের কাছে প্রতিদিন ঘ্যান ঘ্যান করে, কেন ব্লগে লেখো না, কেন লেখো না। আগে তো প্রায় লিখতা। এত করে বউটারে বুঝাই "সময় হয় না ব্লগে যাওয়ার। পড়ালেখা আর ফেবুতে ছোট-খাটো একটা পেজ চালাতে গিয়েই হিমশিম খেয়ে যেতে হয় আমাকে। " কিন্তু বউ তো নাছোড় বান্দা, ও কিছুতেই কিছু বুঝতে চায় না।

আমাকে দিয়ে ব্লগ লেখাবেই। নানা অজুহাতে নানা ভাবে এতদিন ব্লগ থেকে বাইরে ছিলাম। কিন্তু সেদিন বউয়ের মাথায় কি যেন চাপলো, ও বলল- যদি ব্লগে না লিখো, তাইলে তোমার খবর আছে। যাই করা যাক, বউ এর সাথে তো আর পাঙ্গা নেওয়া যায় না। সেই প্রেক্ষিতেই আজ ব্লগ লিখতে বসা।

ব্লগে লেখা হয় না প্রায় এক-দেড় বছর। ফেবুতে মাঝে মাঝে কবিতা গল্প লেখা হয়, কিন্তু তা ব্লগে দেওয়া হয় না। এমতাবস্তায় আমার কি করনীয়!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.