নিজের সর্ম্পকে বলার মতো আমার কোন অর্জন নেই
আমরা ওবায়দুল কাদের কে চাই ..আসুন আমরা আমাদের মতামত দেই ...
আমরা কি পারি না । সবই পারি । আমাদের মতামতের উপর অনেক কিছু নির্ভর করে বলে আমি করি । তরুণ প্রজন্মের মতামতের গুরুত্ব আছে আমাদের সম্মানিত মুরব্বিদের কাছে । বারাক ওবামা যদি ব্লগ পড়ে তরুন প্রজন্মের মতামতের উপর গুরুত্ব দেন ,তয় আমাদের মুরব্বিরা কেন দেবেন না ? আমাদের বিশ্বাস দেবেন ।
আমরা ফেইস বুক,ব্লগে সরকারে অনেক কাজের সমালোচনা করে ঝড় তুলি । আজ কেন একটি ভাল কাজের জন্য পারব না । আমরা আমাদের সুস্পষ্ট মতামত তুলে ধরি যেন ওবায়দুল কাদেরের মতো মন্ত্রী রেল মন্ত্রনায়ের মতো একটি জন গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় ছেড়ে না যান ।
দেশের যোগাযোগ ব্যবস্থায় রেল পথ এক গুরুত্বপূর্ণ মাধ্যম । দেশের অর্থনীতির এক চালিকা শক্তি ।
কিন্তু নেই সেই আগের মতো তেজ শক্তি । কিন্তু মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই যেন বিদ্যুত গতি পেয়েছিল । আমরা আশান্বিত হয়েছিলাম ।
মাননীয় মন্ত্রী হারানো রেল মন্ত্রনালয়ের গৌরব ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম শুরু করেছিলের তা ধন্যবাদ পাওয়ার দাবি রাখে । কিন্তু আজ পড়লাম মন্ত্রী তার ফেইসবুক আইডিতে পোস্ট করলেন তিনি আর রেল মন্ত্রনালয়ের দায়িত্বে থাকবেন না ।
একজন সাধারণ নাগরিক হিসেবে মনেকরি সিদ্ধান্তটা খুব ভাল হয় নি । একজন ওবায়দুল কাদেরই রেলমন্ত্রনালয়ের ভালর জন্য যতেষ্ট ।
সময় কম বেশি লিখতে পারলাম না । ক্ষমা করবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।