inveterate to Create এই যে আপু!
...... জি আপনাকেই বলছি।
বলি কি, আপনি বোধহয় একটু অগোছালো ভাবে চলতে পছন্দ করেন। আপনি এতটাই অগোছালো যে, আপনার পড়নের কাপড়ের প্রতি আপনি একটু বেশি মাত্রায় উদাসীন। রাস্তার সবাই যে আপনার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, তা কি আপনি বোঝেন না ? অবশ্যই বোঝেন।
বলি কি, গরমটা তো একটু বেশিই পড়েছে, তাই সবাইকে আইসক্রিম দেখানো বন্ধ করুন।
কারন, গরমে আইসক্রিমের তৃষ্ণা সবার প্রাণেই জাগে।
পরের বাড়ির ভাত যেমন খেতে মিষ্টি লাগে, তেমনি পরের ফ্রিজের আইসক্রিম খেতেও সবার মন চায়।
একটি কথা মনে রাখবেন, “ইজ্জত হারানোর থেকে ইজ্জত রক্ষা করা বেশি কঠিন। ” যে বা যারা গরমের দিনে অন্যের জন্য নিজেকে আইসক্রিম বানিয়ে ঘুরেন - এই কথাগুলো তাদের জন্যই বলা।
কোন এক দেয়ালে পড়েছিলাম, “ইচ্ছার বিরুদ্ধে শারিরীক শক্তির জোরে যে ঘর্ষন এবং তার ফলে যে বর্ষন হয়, তাকে ধর্ষণ বলে।
” বাংলা অভিধানে, ‘নরপশু’ বলে শব্দ থাকলেও ‘নারীপশু’ বলে কোন শব্দ আছে কিনা তা আমার জানা নেই। আপনারা জানেন যে, এই নরপশু গুলো আপনাদের স্বাদ গ্রহণ করতে চায়। কিন্তু এটা কি জানেন যে, তাদের এই উদ্দীপনার পিছনে আপনারা ২০% দায়ী!
রাস্তা-ঘাটে, পাবলিক পরিবহনে আপনারা যতটা ভাবের সঙ্গে চলাফেরা করেন, তার অনেকটাই এই ধর্ষনের কারন হয়ে দাঁড়িয়েছে।
আমি বলতে চাইছি না যে, আপনারা বোরকা পরা শুরু করুন। কিন্তু বোরকা না পড়েও তো শ্লীলতা বজায় রাখা যায়।
যায় না ???
যায় তো।
কিভাবে যায়, সেটা আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।