প্রকাশ্যে নারীর শ্লীলতা হরন, বিবস্ত্র করন, স্বর্ন ছিনতাই, নির্মম নির্যাতন:
একজন নারীকে প্রকাশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাতদিয়ে তার শ্লীলতা হরন করা হচ্ছে, কান থেকে স্বর্ণ ছিনতাই করছে, নির্মমভাবে পিটিয়ে বিবস্ত্র করছে। এদের পরিচয় হলো এরা ষন্ডা, গুন্ডা, ইভটিজার, ইতর, জানোয়ার, পশুরও অধম, ছিনতাইকারী ও সন্ত্রাসী। এদের রাজনৈতিক নেতৃত্ব এদের নিয়েই সর্বদা গর্ব করে। ২৮অক্টোবর'০৬ যা হয়েছে তার ছেয়ে জঘন্য কিছু হয়ে গেছে। একজন নারী প্রকাশ্যে এই সব হারানোর পর তার বেঁচে থেকে কি লাভ? এই নির্মমতার কি জবাব দিবেন হাসিনা খালেদা মতিয়া সাজেদা দিপুরা। মনে হচ্ছে জাহেলী যুগেই ফিরে গেছে বাংলাদেশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে জাতিকে দিতেছি ধিক্কার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।