আমাদের কথা খুঁজে নিন

   

শ্লীলতা আর অশ্লীলতার সীমারেখা ও সামহোয়ার ইন নীতিমালা

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

ভোতা ছুরি চাইনা, ছুরিই যদি হয়, তা ধারালো আর চোখা হওয়া দরকার। ব্লগের বেলাতেও একই কথা প্রযোজ্য। সকাল বেলা কেউ পান্তাভাত না মাখন রুটি খেল, তাতে আমার কিছু আসে যায়না। কার বাড়ীতে তিনটে সাদা বিড়াল বা একটা সাদা খরগোস, তাতেও আমার কিছু ক্ষতিবৃদ্ধি নেই। আমি সেগুলোর দিকে তাকাই না।

কারো কারো নজর সেদিকেই পড়ে, সেটা তাদের ব্যাপার। তারা যদি সেখানে তাদের মনের খোরাক খুজে পান, সেটা তাদের স্বাধীনতা। সেখানে আমার হাত দেবার বা বলার অধিকার বা ইচ্ছে, কোনটাই নেই। আমার নিজের চাওয়া ও পছন্দ সেসব লেখা, যা একটা ভাল ছুরির মতো চোখা। আমার মগজে সেসব লেখা একটা চিহ্ন রেখে যায়।

আমি সেসব লেখা নিয়ে ভাবি। আমার চিন্তার প্রতিকূলে গেলে উত্তরে সচেষ্ট হই। অনুকুলে গেলে নিজের সমর্থন জানাই। এসব লেখা আমার ভাবনাকে আরো বেশী পরিপক্ক করে, মাঝে মাঝে দেয়ালের ওপাশটা দেখতে শেখায়। সে লেখার ভাষা কোন কোন ক্ষেত্রে বেশ চোখা ও তার কারনেই আমাদের পরিচিত শ্লীলতা, অশ্লীলতার গন্ডী পেরিয়ে যায়।

লেখার ভেতরে যুক্তি থাকলে, বোধ জাগানো স্পর্শ থাকলে, ধার থাকলে আমার কাছে সে ধারই মুখ্য হয়ে দাড়ায়, ভাষা নয়। কিছু কিছু লেখা আছে, অপ্রয়োজনে অশ্লীল। আরো কিছু আছে, কোন অশ্লীল বাক্য না থাকলেও পুরো বক্তব্যের কারনেই অশ্লীল। কতৃপক্ষ বিকৃত নিক বন্ধ করছেন, এ প্রচেষ্টাকে মোবারকবাদ জানাই। বেশ কয়েকবার যে ধরনের নোংরা ও বিকৃত আক্রমণ করা হয়েছে এসব নোংরা নিকের ছত্রচ্ছায়ায়, সেখানে কিছু নিক বন্ধ করাই দরকার।

কিন্তু আমার একান্ত অনুরোধ, এ প্রচেষ্টা যেন এই সেন্সর না হয়, যে সেন্সর মানুষের স্বাধীন চিন্তাকে ব্যাহত করে। তাহলে এই ব্লগ তেমনি এক ব্লগে পরিনত হবে, যেখানে চাল, ডালের আলাপই মুখ্য হয়ে দাঁড়াবে। আর সৃজনশীলতার মৃত্যু ঘটবে সেখানেই। স্বাধীন চিন্তা ও স্বেচ্ছাচারী নোংরামোর মাঝে একটা সীমারেখা রয়েছে। এর সংজ্ঞা সবখানে এক নয়।

'সামহোয়ার ইন' এর বেলায় কতৃপক্ষকেই সে সীমারেখা খুজে বের করে আমাদেরকে জানাতে হবে। আমরা তা জেনে সিদ্ধান্ত নেবো, আমাদের জায়গা সেখানে আছে কি না। যদি জায়গা না খুঁজে পাই, তাহলে বিদায় নেবো। কতৃপক্ষ কি সীমারেখা টানবেন, উপর প্রভাব বিস্তারের কোন অধিকার আমাদের নেই, কিন্তু কি সীমারেখা টানতে যাচ্ছেন, তা জানার পুরো অধিকার আমাদের রয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।