আমাদের কথা খুঁজে নিন

   

শ্লীলতা, অশ্লীলতা শধু কি পোষাকেই ?

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

আমরা শ্লীলতা, অশ্লীলতা বলতে শধুমাত্র কাপড় পড়া আর কাপড় ছাড়াই বুঝি। এর বাইরেও এর অনেক যে সংজ্ঞা রয়েছে, তা আমরা জানতে চাইনা। মগজের ব্যবহার বেশী হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, সেই ভয়ে হয়তো। নতুন বোকাই একটি পোষ্ট পাঠিয়ে অনেক গালি শুনেছেন। আমার কাছে তা অশ্লীল মনে না হলেও তার লেখার শ্লীলতা, অশ্লীলতা নিয়ে মাথা ঘামাতে চাইনা।

এর চেয়ে বেশী যেসব অশ্লীলতার মোলাকাত আমাদের প্রতিদিন করতে হচ্ছে, তার একটা লিষ্ট করতে চাইলাম। কয়েকটি পেলাম। তবে মনে হয় এখনো শুরুতেই রয়েছি। 1) খাবার টেবিলে নাক খোটা ও বল তৈরী করা। 2) ডান হাতে পশ্চাদদেশ চুলকোতে চুলকোতে বা'হাতে ঘুষ নেয়া।

3) স্থুলাঙ্গ স্বামী ও স্থুলাঙ্গীনি স্ত্রীর একসাথে শিশু ও বৃদ্ধদের চালানো রিকশায় চড়া। 4) লুঙ্গী হাটুর উপরে তুলে স্কুলগামী মেয়েদের দেখে শিশ দেয়া ও বাজে মন্তব্য করা। 5) পরমুহুর্তেই রাস্তার পাশে ড্রেনে মুত্রত্যাগ করা। 6) মসজিদে যাবার পথে ভিুকদের শুয়ারের বাচ্চা বলে গালি দেয়া। 7) ভুড়িতে মোলায়েম হাত বুলিয়ে শিশু কাজের মেয়েকে সারাদিন গালমন্দ করা।

8) স্ত্রীকে জুতোর ফিতে বেধে দেয়ার জন্যে হুকুম করা। 9) ভীড়ে মেয়েদের গায়ে হাত দেয়ার সুযোগ খোঁজা। 10) বাংলা সিনেমার নায়ক নায়িকাদের পোষাক পড়া সত্বেও কুৎসিত অঙ্গভঙ্গী ও ইশারা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।