আমাদের কথা খুঁজে নিন

   

অ্যানিমেটেড সুপারহিরো মুভি রিভিউ

*** Ultimate Avengers*** কিছুদিন আগে স্টার সিনেপ্লেক্সে দেখে এলাম “The Avengers” ! মুভির কাহিনী – অভিনয় অনেক কিছু নিয়েই অনেকের বলার থাকতে পারে কিন্তু ১৪৩ মিনিটের নির্মল বিনোদন পেলাম মুভি দেখে! স্মার্ট আয়রন ম্যান + ঠাণ্ডা মাথার ক্যাপ্টেন আমেরিকা + হাতুড়িওয়ালা (লেম লাগে যদিও) থর + আকর্ষণীয় ব্ল্যাক উইডো + তীরন্দাজ হক আই ( অনাবশ্যক লাগসে রোলটা) এবং দুর্ধর্ষ হাল্ককে নিয়ে বেশ ভালই ছিল মুভিটা। প্রথমার্ধ কিছুটা স্লো লাগলেও দ্বিতীয়ার্ধ দারুণ – শুধুমাত্র হাল্কের জন্যে হলেও মুভিটা দেখা উচিত। আর একমাত্র ভিলেন হিসেবে লোকি চমৎকার – তবে বেচারাকে হাল্ক যে আছাড়গুলা দেয় সেগুলা অনবদ্য! তবে অনেকেই হয়তো জানেন যে Avengers দের নিয়ে ২টি অ্যানিমেটেড মুভিও আছে – সেগুলার কথাই বলতে চাই একটুঃ ১) Ultimate Avengers Avengers মুভিটার মতই এটায়ও সবাইকে একত্র করা নিয়েই মুল কাহিনী। মুভির তুলনায় কয়েকটা চরিত্র কম-বেশি আছে তবে মুভিটা মন্দ না। মেকিং- ভয়েস – কাহিনী সব মিলিয়ে মোটামুটি।

http://www.imdb.com/title/tt0491703/ ২) Ultimate Avengers 2 এই পর্বে শুরু থেকেই সবাই একসাথে কাজ করেছে তবে কাহিনীর পটভূমি এটায় একটু ভিন্ন। খারাপ লাগেনি দেখতে। http://www.imdb.com/title/tt0803093/ “The Avengers” যাদের ভালো লেগেছে তাদের ভালো লাগতে পারে মুভি দুটো তাই দিলাম। ডাউনলোড লিঙ্কঃhttp://isohunt.com/torrent_details/51145103/Ultimate+Avengers?tab=comments এবং......ব্যাটম্যান!! আমার মতো অনেকেই নিশ্চয়ই এখন “The Dark Knight Rises” মুভির ভালো প্রিন্টের জন্যে অনেক কষ্টে ধৈর্য ধরে অপেক্ষা করছেন – এই অপেক্ষার ফাঁকে একটা কাজ করতে পারেন,আমাদের “Dark Knight” অর্থাৎ ব্যাটম্যানকে নিয়ে নির্মিত অ্যানিমেটেড মুভিগুলো দেখে ফেলতে পারেন! অনেকের কাছেই হয়তো অ্যানিমেটেড মুভিকে বাচ্চাদের মুভি মনে হয়-কিন্তু অন্তত ব্যাটম্যানকে নিয়ে করা মুভিগুলো যে এই ঘরানার না সেটা নিশ্চিত থাকতে পারেন। কয়েকটা মুভির কাহিনী+ ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেসিলাম - অ্যানিমেটেড মুভি থেকে এতটা আশা করি নাই! বেশকিছু অ্যানিমেটেড মুভি এবং সিরিজ আছে ব্যাটম্যানকে নিয়ে, তার মাঝে আমার দেখা কয়েকটার সংক্ষিপ্ত রিভিউ দিলামঃ ১)Batman (1992–1995) – The animated series অনেকের মতেই এটা ব্যাটম্যানকে নিয়ে করা বেস্ট সিরিজ।

আমি নিজেও তাই মনে করি। প্রতিটা এপিসোডে একটা করে আলাদা গল্প থাকে এবং ব্যাটম্যানের প্রায় সব ভিলেনকে আনা হয়েছে কোনও না কোনও পর্বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিরিজের ডার্ক+গোথিক টোন যেটা পরবর্তীতে নোলানের ব্যাটম্যান সিরিজকে অনেকেটাই প্রভাবিত করেছে বলে মনে হয়েছে। হাতে সময় থাকলে বসে যেতে পারেন সিরিজটা দেখতে-মন্দ লাগবে বলে মনে হয়না। http://www.imdb.com/title/tt0103359/ ২) Batman: Mask of the Phantasm (1993) সিরিজটার ধারাবাহিকতায় এই মুভি-সিরিজের চরিত্রগুলোকে নিয়ে করা।

বেশ ভালো লাগসে মুভিটা। প্লটটা ভালই ছিল+ টুইস্ট ও আছে! http://www.imdb.com/title/tt0106364/ ৩) Batman: Mystery of the Batwoman (2003 Video) এই মুভিটা খুব একটা ভালো লাগে নাই। দুর্বল কাহিনী তাই তেমন একটা জমে নাই মুভিটা। http://www.imdb.com/title/tt0346578/ ৪)The Batman vs. Dracula(Video 2005) বাদুরমানবের সাথে পিশাচের লড়াই- যার প্রিয় ছদ্মবেশ আবার বাদুড়ের রুপ ধারণ!মন্দ লাগেনি ব্যাটম্যান আর ড্রাকুলার দ্বৈরথ দেখতে। http://www.imdb.com/title/tt0472219/ ৫) Batman: Gotham Knight (2008 Video) নোলানের ব্যাটম্যান সিরিজের ভক্তদের জন্যে এই মুভিটা মাস্ট ওয়াচ!মূলত “Batman Begins” আর “The Dark Knight” এর মাঝের সময়টার কাহিনী বলা হয়েছে এই মুভিতে।

বেশ কিছু ছোট ছোট কাহিনীতে তুলে ধরা হয়েছে আমাদের প্রিয় সুপারহিরোর কঠিন কিছু সংগ্রামের কথা+ সাধারণ মানুষ ব্যাটম্যানকে কিভাবে দেখে/কল্পনা করে সেটাও ইন্টেরেস্টিং ভাবে তুলে ধরা হয়েছে একটা অংশে। সব মিলিয়ে ভালো লেগেছে। http://www.imdb.com/title/tt1117563/ ৬) Batman: Under the Red Hood (2010 Video) অনেকের মতে ব্যাটম্যানকে নিয়ে করা সেরা অ্যানিমেটেড মুভি এটা এবং সম্ভবত আসলেও তাই। ব্যাটম্যান+রবিন+নাইটউইং+রাস-আল-গুল+জোকার+রেড হুড – বিরাট কাস্টিং+ ভালো কাহিনী – সব মিলায়ে দারুণ মুভি! http://www.imdb.com/title/tt1569923/ ৭) Batman: Year One (2011 Video) ব্যাটম্যানের সবচেয়ে বিখ্যাত কমিকসগুলোর একটার মুভি এডাপটেশন। নোলানের “Batman Begins” অনেকটাই এই কমিকসের ছায়া অবলম্বনে নির্মিত।

তবে এই মুভিতে ব্যাটম্যানের তুলনায় কমিশনার গরডনের উপর ফোকাসটা একটু বেশি হয়ে গেছে মনে হয়েছে। মুভি সব মিলিয়ে মোটামুটি। http://www.imdb.com/title/tt1672723/ ব্যাটম্যান/ সুপারম্যান মুভিসঃ ৮) The Batman Superman Movie: World's Finest(1996 TV Movie) ব্যাটম্যান আর সুপারম্যানের বিরুদ্ধে জোকার এবং লেক্স লুথারের জোট বেঁধে লড়াই- মন্দ লাগে নি!তবে অ্যানিমেশন স্টাইলটা খুব একটা মনে ধরেনি। http://www.imdb.com/title/tt0169590/ ৯) Superman/Batman: Public Enemies (2009 Video) লেক্স লুথার এখানে USA এর প্রেসিডেন্ট! বিপুল ক্ষমতাধারী লুথার+ অন্য সুপারহিরোদের বিরুদ্ধে ব্যাটম্যান আর সুপারম্যানের আদর্শের লড়াই!মন্দ না,তবে আরও ভালো হতে পারত বলে মনে হয়েছে মুভিটা। http://www.imdb.com/title/tt1398941/ ১০) Superman/Batman: Apocalypse (2010 Video) অ্যাকশান সিকোএন্সগুলো ভালো ছিল কিন্তু কাহিনী দুর্বল তাই খুব বেশি ভালো লাগে নি।

http://www.imdb.com/title/tt1673430/ ১১) Justice League: Crisis on Two Earths (Video 2010) ব্যাটম্যানএর উপর কম ফোকাস করা হলেও শেষ দিকে ভালো লেগেছে। http://www.imdb.com/title/tt1494772/ প্রায় সব মুভি টরেন্টে পাওয়া যাবে আর ব্যাটম্যান এর প্রায় সব অ্যানিমেটেড মুভির নাম এখানে পাবেনঃhttp://www.imdb.com/list/IKh-V6o1PEg/http://www.imdb.com/list/OsUaz9N-34Y/ ***সবশেষে ২ জন ভয়েস অ্যাক্টর এর কথা না বললেই নয় – কেভিন কনরয় এবং মার্ক হ্যামিল—যথাক্রমে ব্যাটম্যান এবং জোকার এর ভূমিকায় কণ্ঠ দিয়ে এরা ২ জনই কিংবদন্তির পর্যায়ে চলে গেছেন!কনরয় এর গম্ভীর ব্যাটম্যান ভয়েস এবং হ্যামিলের ম্যানিয়াক “Joker Laugh” আসলেই সিরিজ/ মুভি গুলোকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই লেখা নেপথ্যের এই ২ নায়ককে উৎসর্গ করলাম! (পূর্বে ফেসবুকে সিনেমাখোর গ্রুপে পোস্ট করা হয়েছিল) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.