আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব রেংকিং এর এবং আমার দেখা ১০ টি খুব ভালো মানের অ্যানিমেটেড মুভি।

আমার প্রথম টিউন। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কোন ধরনের ভুলগুলো শুধরে দিলে  উপকার হবে আমার ।  
১। The Incredibles

২০০৪ এর অ্যামেরিকান কম্পিউটার অ্যানিমেটেড অ্যাকশন+কমেডি সুপারহিরো ফিল্ম।

গল্প এবং পরিচালনা করেছে Brad Bird, walt distey pictures এর ব্যানারে প্রকাশিত।
২। Wall-E

আমার দেখা বেস্ট অ্যানিমেটেড প্রেমের ছবি। এটি সাইন্সফিকশন ছবিও বটে। পিক্সার এনিমেশন স্টুডিওর ব্যানারে পরিচালনা করেছেন Andrew Stanton. Wall-e নামের একটি পরিষ্কারক মেশিনের প্রেম কাহিনি।

সে ফিউচার থেকে আশা একটি ফিমেল রোবটের প্রেমে পড়ে যায়।
৩। How To Train Your Dragon.

২০১০ এর থ্রিডি কম্পিউটার অ্যানিমেটেড ফ্যান্টাসি ফিল্ম বাই ড্রিমওয়ার্কস।
৪। Spirited Away

এটি জাপানিদের তৈরি ছবি।

বক্স অফিসে এটি ২৭৫$ মিলিয়ন তুলেছিল। এই ছবিটির ডিরেক্টর ও রাইটার হল Hayao Miyazaki এবং প্রডিউসড বাই Studio Ghibli. একটি ১০ বছর বয়সের মেয়ের পিশাচ, প্রেতাত্মার সাথে বাস করা ও বিভিন্ন কাহিনি নিয়ে অসাধারন একটা ছবি। আমি নিজে দেখেছি।
৫। The Triplets of Belleville.

২০০৩ এর অ্যানিমেটেড কমেডি ফিল্ম।

লেখক এবং পরিচালক Sylvain Chomet. ইউ কে তে প্রথম মুক্তি পেয়েছিলো। দেখিনাই এখনো ছবিটা।
৬। Monsters, Inc.

২০০১ এর অ্যামেরিকান কম্পিউটার অ্যানিমেটেড কমেডি ফিল্ম। ডিরেক্টেড বাই Pete Doctor. Walt Disney এর ব্যানারে রিলিজ হয়।

প্রডিউস বাই Animation Studios. মনস্টারগুলো ছোট ছেলেমেয়েদেরকে ভয় দেখানোর মাধ্যমে শক্তি উৎপাদন করে। যেই শক্তি দিয়ে মনস্টাদের পৃথিবী চলে। একসময় একটা বাচ্চা তাদের পৃথিবীতে ঢুকে পড়ে। তারপর...
৭। Princess Mononoke

জাপানিসের তৈরি এপিক হিস্টরিকাল ফ্যান্টাসি ফিল্ম।

written and directed by Hayao Miyazaki produced by Toshio, and Suzuki। দেখা হয়নাই আমার।
৮। Beauty And The Beast

আমেরিকানদের তৈরি মিউজিক্যাল রোম্যান্টিক ফ্যান্টাসি ফিল্ম। প্রডিউস বাই ওয়াল্ট ডিসনি ফিচার এনিমেশন এবং ডিস্ট্রিবিউট ও Walt disney pictures এর. একজন সুদর্শন রাজা অভিসপ্ত হয়ে যায় এবং বিকট পশুর আকার ধারন করে।

একমাত্র সুন্দরী মেয়ের ভালবাসাই তাকে তার আগের রুপে ফিরিয়ে আনতে পারে।
৯। Toy Story

এটি ১৯৯৫এর অ্যামেরিকান কম্পিউটার অ্যানিমেটেড ফ্যামিলির কমেডি ফিল্ম, প্রডিউস করেছে পিক্সার এবং ডিরেক্টেড বাই Jhon Lasseter . Walt Disney এর ব্যানারে। এটি পিক্সার এর প্রথম এবং ফার্স্ট ফিচার লেন্থ কম্পিউটার অ্যানিমেটেড ফিল্ম।
১০।

The Lion King

এমেরিকানদের তৈরি এই অ্যানিমেটেড ছবি Walt Disney pictures রিলিজ দেয়। এটা ডিজনির ক্লাস সিরিজের ৩২তম অ্যানিমেটেড ফিচার সমৃদ্ধ। আফ্রিকার লায়ন কিং এর পরিবার, বন্ধু এবং শত্রুদের নিয়ে কাহিনি। এটাও আমার দেখা।
ডাউনলোড লিংক দেয়ার চেষ্টা করব।

 
ধন্যবাদ...

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.