কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র অর্ধ-যুগ পূর্তি উপলক্ষে সিলেটে আয়োজিত ‘সায়েন্স ফিকশন এবং অ্যানিমেটেড চলচ্চিত্র উৎসব ২০১২’এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৩ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চারদিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, বিশিষ্ট আইনজীবি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রিয় সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রিয় সহ-সভাপতি এবং সিলেটে ম্যুভিয়ানার প্রধান সমন্বয়ক স্থপতি রাজন দাশ। শিশু-কিশোরদের জন্য আয়োজিত চারদিনব্যাপি এই উৎসব আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সিলেট অডিটোরিয়ামে চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ বিকাল ৩.৩০টায় দেখানো হয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কুংফু পান্ডা’, বিকাল ৫টায় দেখানো হয় ‘আইস এজ ৩’ এবং সন্ধ্যা ৭টায় দেখানো হয়েছে সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘২০১২’।
আগামীকাল ১৪ নভেম্বর, বুধবার ৩টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। বিকাল ৩টায় দেখানো হবে অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আপ’, বিকাল ৫টায় দেখানো হবে ‘র্যাঙ্গো’ এবং সন্ধ্যা ৭টায় দেখানো হবে সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘অ্যাভাটার’।
এছাড়াও ১৫ নভেম্বর, বৃহস্পতিবার এবং ১৬ নভেম্বর, শুক্রবার প্রতিদিন ৪টি করে প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো হবে সকাল ১০.৩০টায়, বিকাল ৩টায়, বিকাল ৫টায় এবং সন্ধ্যা ৭টায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।