আমাদের কথা খুঁজে নিন

   

একটু পর তাদের Accident (দুর্ঘটনা) হল ♥♥♥

কাছাকাছি৯৬ েলে আর মেয়ে মটরবাইকে করে যাচ্ছে, মটরবাইকের স্পিড প্রায় ১০০ km/h. মেয়েঃ আসিফ আস্তে চালাও,ভয় লাগতেছে কিন্তু কতক্ষন ধরে বলছি, প্লিজ স্পিড কমাও। ছেলেঃ তাহলে I love You বল । মেয়েঃ I hate you. ছেলেঃ হয় নাই, বল I Love you. মেয়েঃ আচ্ছা I love you. এবার স্পিডটা কমাও। ছেলেঃ এবার আমাকে জড়িয়ে ধর। মেয়েঃ পারব না।

ছেলেঃ তাহলে স্পিড ও কমাব না। মেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং বলল " আচ্ছা ধরলাম, এবার স্পিডটা কমাও। ছেলেঃ হেলমেটটা খুব বিরক্ত করছে। হেলমেটটা খোল তো। মেয়েটা ছেলেটার হেলমেট খোলে হাতে ধরে রাখল ।

ছেলেঃ ওটা ধরে রেখেছ কেন ? ওটা পড় । মেয়ে হেলমেটটা পড়ল। একটু পর তাদের Accident (দুর্ঘটনা) হল । মেয়েটা অজ্ঞান হয়ে পড়ল । তারপর যখন মেয়টার হোঁশ ফিরল তখন জানতে পারল ছেলেটা মারা গেছে এবং তাদের এই দুর্ঘটনার কারন,বাইকের ব্রেক ফেইল হয়েছিল ।

তাখন মেয়েটাবুঝতে পারল, ছেলেটা অনেক আগেই বুঝতে পেরেছিল যে বাইকের ব্রেক ফেইল হয়েছে তাই নিজের হেলমেটটা তাকে পড়িয়ে নিজের জানের বিনিময়ে মেয়েটার জান বাঁচিয়েছে... ♥♥♥ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.