আমাদের কথা খুঁজে নিন

   

একটু মমতা, একটু স্নেহ , একটু ভালোবাসা

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

এই পৃথিবী যে কতো সুন্দর তা আমি রাস্তার সেই শ্রমজীবী মা’কে দেখলে বুঝি । হাড় খাটুনি পরিশ্রম শেষে নিজের হাতে যখন দু’খানি অন্ন তুলে দেয় তার সন্তানের মুখে ...তখন লাখ টাকার হাসি ফুটে শিশুটির মুখে। আর সেই অন্নদাত্রী মা তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ । পৃথিবীর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা বা বিষয়গুলো আমাদের আশেপাশে এভাবেই দেখা দেয় বা দেখা যায় । বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়া, ভাইয়ের কাছে বোনের আহ্লাদী আবদার কিংবা অলস দুপুরে পাশাপাশি বসে থাকা প্রেমিকের গায়ে নির্ভরতায় ঝুঁকে পরা প্রেমিকা ।

আমাদের সুন্দর ও নির্ভেজাল মুহূর্তগুলো এমনিই সাধারণ । আর এই নিষ্পাপ সাধারণত্বের মাঝেই নিষ্ঠুর অসাধারণত্বের বীজও বেড়ে উঠে এই সমাজে । এতো মানুষের মাঝেও কিছু মানুষ ভেসে উঠে অসহায়, নিঃসঙ্গ । যে জীবন প্রাণখুলে হাসার জন্য, যে জীবন উল্লাস আর অর্জনের, যে জীবন আলোচনার, যে জীবন জ্ঞানের, যে জীবন যুদ্ধের , যে জীবন কখনো পাওয়া দুঃখের, হাসিমুখে মেনে নেয়া বেদনার ...... সে জীবনেই অন্ধকারের মতো ভর করে একজন ঐশী কিংবা একজন নাফিস । আমাদের চলন্ত সুখদুখের পৃথিবী কিছুক্ষণের জন্যে থমকে দাড়ায় ।

প্রশ্নের পর প্রশ্ন খেলা করে । আমাদের বিচ্ছিন্নতা আর আর্থিক স্বাবলম্বিতার যোগসূত্রে গড়ে উঠছে এক অন্ধকার সমাজ, অন্ধকার প্রজন্ম । সামগ্রিকভাবে হয়ত এর ভয়াবহতা এতটা না ...কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে আঁতকে উঠতে হয় । গলদ কোন জায়গায় ?? পরিবার, অভিভাবক, জীবনাচারণ না ব্যাক্তির ?? এই চারটি বিষয়ই কোনো না কোনো ভাবে গলদের জায়গা । শুধরাতে হবে নিজেকেই আগে , সচেতনতাও নিজের মাঝেই জন্ম নিক।

আলোচনা ,সমালোচনা, কুৎসা রটিয়ে নিজের আত্মতৃপ্তির জায়গা হয়ত পূরণ করা যাবে ... কিন্তু তাতে কি আর সমাধান মিলবে ?? নিজের জায়গা থেকেই শুরু হোক নিরব যুদ্ধ। একটু একটু করে সচেতন ও সতর্ক হই নিজের প্রতি, আশেপাশের প্রিয় মানুষগুলোর প্রতি । লাখ টাকার হাসি যেমন লাখ টাকা দিয়ে কিনতে হয়নি শিশুটিকে তেমনি আমাদের জীবনের স্বচ্ছন্দতা, সুখ ও প্রাপ্তির জন্য লাখ টাকার থেকেও প্রয়োজন একটু মমতা, একটু স্নেহ,একটু ভালোবাসা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.