আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট একটু স্বপ্ন.....কিছু একটু করতে পারার আনন্দ...

কিছু সংখ্যক মানুষ জিইসির মোড়ে পিজ্জা হাট , সানমার , ক্যান্ডি , জামান ,মেরিডিয়ানে ইফতারির প্রস্তুতি নিচ্ছিল , আর কিছু সংখ্যক মানুষ রাস্তায় ইফতারির জন্য চাতক পাখির মত তাকিয়ে ছিল। আমাদের আয়োজন ছিল সামান্য , কিন্তু মমতা ছিল অসামান্য । কিছু সংখ্যক মানুষকে তো আজ অন্তত খুশি করতে পারলাম। ধন্যবাদ SDH , তুমি আমাদের হৃদয়কে তৃপ্ত করার সুযোগ করে দিয়েছ । "SHADE FOR DISTRESSED HUMANITY(SDH)"হৃদয়ে লালিত একগুচ্ছ স্বপ্নের একটি ছোট্ট বিম্বের নাম- এস ডি এইচ।

সমাজের অসহায় মানুষদের অবস্থার পরিবর্তন করে একটি সুন্দর ও স্বাবলম্বী সমাজ তৈরির স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত এই সেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠনটি। অসহায় লোকদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে তাদের সমান অধিকার প্রতিষ্ঠার একটি নতুন মাত্রা। তাদের জীবনের আশা ও স্বপ্নকে লালন করার একটি ছায়া। আজ আমারা বিভিন্ন কলেজ় ভারসিটির ছাত্ররা কিছু অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরন করলাম। জানি এই উদ্যোগ মহাসাগরের মাঝে ক্ষুদ্র একটু বুদবুদ।

কিন্তু আমরা চাই অন্যরাও আমাদের মত কিছু একটা করুক। সবাই খালি বলে এইটা হই না ওইটা হই না কিন্তু নিজেরাও কিছু করিনা। সবাই খালি চেয়ে থাকি কেও না কেও করে দিবে। বিশ্বাস করুন সত্যি অনেক ভাল বোধ করবেন। যখন দেখবেন আপনার একটু উদ্যোগ ওদের মুখে যে নিরমল হাসিটুকু এনে দিবে যে হাসি আমাদের নিত্যদিনের যান্ত্রিক হাসি নই,এই হাসি পবিত্রতার,ওইসব অসহায়দের দেখিয়ে দেওয়ার তোমরা একা নও।

আসলে সবাই যদি একটু চেষ্টা করি তাহলে মনে হই অনেক কিছুই এদের জন্য করা সম্ভব। এদের সমাজের আবর্জনা না ভেবে এদের একটু সহায়তা করতে পারলে এরাও অনেক কিছু আমাদের উপহার দিতে পারে। এই জন্যই কাজ করে জেতে চাই আমরা। আমরা যা করতে চাইঃ- ১ সমাজে অসহায় মানুষদের সমান অধিকার নিশ্চিত করা। ২ অসহায় মানুষদের মৌলিক অধিকার নিশ্চিত করা।

৩ global helping network তৈ্রি করা। ৪ আদর্শিক তরুণ নেতৃত্ব তৈ্রি করা। আমাদের কাজঃ আমাদের কাজগুলোকে আমরা দুই ধরনের প্রকল্পে বিভক্ত করে থাকি- ১স্বল্প মেয়াদী প্রকল্প ২দীর্ঘ মেয়াদী প্রকল্প স্বল্প মেয়াদী প্রকল্পে থাকে- ১ বিনামুল্যে খাদ্য, ঔষধ এবং বস্ত্র বিতরণ । ২ বিনামুল্যে চিকিৎসা প্রদান । ৩ শিক্ষা উপকরণ বিতরণ ।

৪ জনসচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করা । স্বল্প মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করার পদ্ধতিঃ আমরা আমাদের volunteer দের বিভিন্ন team এ (তাদের ইচ্ছা অনুযায়ী) বিভক্ত করে দেই কিছু team এলাকা ভিত্তিক হয় এবং কিছু team কাজ ভিত্তিক হয়। এলাকা ভিত্তিক team গুলো একটা নির্দিষ্ট এলাকায় আমাদের কাজ গুলো বাস্তবায়ন করে। আর কাজ ভিত্তিক team গুলো একটা নির্দিষ্ট কাজ বাস্তবায়ন করে থাকে, যেমন, ঔষধ বিতরণ, বস্ত্র বিতরণ ইত্যাদি। দীর্ঘ মেয়াদী প্রকল্পের কাজ হল অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এই পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করে একটি দারিদ্র্য মুক্ত সমাজ গঠন করাই দীর্ঘ মেয়াদী প্রকল্পের উদ্দেশ্য।

এতে আছে- ১ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। ২ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা। ৩ কাজের ক্ষেত্র প্রতিষ্ঠা করা। ৪ আবাসন সমস্যা দূর করা। দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করার পদ্ধতিঃ সমাজের অসহায় লোকদের অবস্থা পরিবর্তনে আগ্রহী বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থানরত কিছু সুন্দর মনের ভাল মানুষের সমন্বয়ে গঠিত আমাদের দাতা গোষ্ঠী।

তাদের অর্থায়নের মাধ্যমে Govorning body এর সরাসরি নির্দেশনায় প্রকল্প গুলো বাস্তবায়িত করা। আপনাদের প্রতি আমাদের কথাঃ আমরা বিশ্বাস করি এ অসহায় মানুষগুলোর জন্য আপনারও হৃদয় কাঁদে। আপনি ও হয়তো চান তারা এ যন্ত্রনাদায়ক অবস্থা থেকে মুক্তি পাক। তাই আপনি চাইলেই আমাদের সমাজ পরিবর্তনের এ যাত্রা পথে আমদের সঙ্গী হতে পারেন। সমাজের প্রতিটি মানুষের কাছে আমাদের সাহায্য পৌঁছে দিতে আপনি ও হতে পারেন আমাদের একজন স্বেচ্ছাসেবক।

আমাদের এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে আপনি ও একজন দাতা হতে পারেন। আপনার অংশগ্রহণে এবং বুদ্ধিভিত্তিক ও উচ্ছল নেতৃত্বে আমাদের প্রচেষ্টা আরও বেশি বেগবান হবে এবং আপনি ও হবেন এই নতুন দিগন্তের একজন আলোকবর্তিকা। আমাদের সম্পর্কে আরও জানতে দেখুন আমাদের ফেসবুক পেজ SDH আর আজকের কিছু কার্যক্রম দেখতে নিচে টোকা দিতে পারেনঃ আজকের ছবি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.