...সংসারে নারীর কাজকে কোনকালেই স্বীকৃতি দেওয়া হয়নি, এখনও হয় না। ধরেই নেওয়া হয় যে, নারীরা সংসারের কাজ করবেন, এটাই অবধারিত। আমাদের নানী-দাদীরা বাড়িতেই থাকতেন, তারা সংসারের কাজ করতেন, ছেলেমেয়েদের দেখভাল করতেন। এভাবেই তারা জীবন কাটিয়ে দিতেন। কিন্তু এর কোন বিনিময় মূল্য তারা কখনও পেয়েছেন বলে কেউ বলতে পারবে না।
বরং তারা এতোকিছুর পরও কোন কাজ করেন না বলে গঞ্জনা সইতেন।
...এখন যুগ পাল্টেছে। মেয়েরা এখন ঘরের
বাইরে গেছে। তারা চাকরি করছেন। কিন্তু তাই বলে সংসারের কাজ থেকে যে তারা রেহাই পেয়েছেন তা নয়।
সকাল থেকে রাত পর্যন্ত তারা দু পায়ের ওপর ভর দিয়ে কেবলই চলছেন আর চলছেন। সংসার-চাকরি-সন্তান সব দুহাতে সামলে নিয়ে চড়াই-উৎরাই পার হচ্ছেন তারা। এতে হিতে-বিপরীত হয়েছে। কাজের ভার দ্বিগুণ-তিন গুণ হয়েছে।
...সংসারের কাজ কি কাজ নয়, এই বিতর্ককে সামনে রেখেই ভারতে স্ত্রীদের বেতন দেওয়ার ব্যাপারে আইন পাশ হতে যাচ্ছে।
...আপনার কি মত? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।