আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীকে খুনের পর ফেসবুকে ছবি পোস্ট

এবার আত্মসমর্পণের মাধ্যমও ফেসবুক। স্ত্রীকে খুনের পর, তার রক্তাক্ত দেহের ছবি ফেসবুকে পোস্ট করল বছর একত্রিশের এক যুবক। ফেসবুকে আত্মসমর্পণের কথা পোস্ট করার পর, প্রথমে সে নিজের বাবার কাছে যায়। তার পর থানায় গিয়ে নিজের দোষ কবুল করে।

বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে মিয়ামিতে।

আর যে যুবকটি স্ত্রীকে খুনের পর ফেসবুকে ছবি পোস্ট করে, সেডেরেক মেদিনা। পেশায় অভিনেতা এবং লেখক। সেই রাতে বউ জেনিফার অলফান্সো (২৬)-র সঙ্গে বচসার সময় সে তাকে ছুরি দেখিয়ে ধমক দিচ্ছিল। এর পরই জেনিফারকে গুলি করে মেদিনা। তার পর ফেসবুকে সেই ছবি পোস্ট করে।

ছবিতে দেখা যায়, তার স্ত্রীর দেহ রান্নাঘরে পড়ে রয়েছে এবং তার হাত ও মুখে রক্তের ছোপ। সেই ছবির ক্যাপশানে লেখা ছিল, 'রেস্ট ইন পিস জেনিফার'।

ডেরেক নিজের দোষ স্বীকার করে জানায়, সে যা করেছে ঠিক করেছে। জেনিফার ওর সঙ্গে মারধর করত বলে সে এই কাণ্ড ঘটিয়েছে। ফেসবুকে সে পোস্ট করেছে, 'আমি আমার স্ত্রী-র হত্যার জন্য জেলে যাব বা আমার ফাঁসির সাজা হবে।

ফেসবুকের সকল বন্ধুর জন্য আমার ভালোবাসা রইল। আমি সকলকেই মনে রাখব। আপনারা আমাকে খবরে দেখতে পাবেন। আমার স্ত্রী আমার সঙ্গে মারধর করত এবং আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই আমি এটা করলাম।

আশা করছি আপনারা বুঝবেন। ' জেনিফারের হত্যার পর সে নিজের বাবার কাছে যায়। বাবাকে সব কথা বলে। নিজের বাবাকে সে জানায়, জেনিফার ছুরি দেখিয়ে তাকে ধমক দিচ্ছিল। তার পরই সে হত্যা করে।

ডেরেক ক্যামেরার সামনে কবুল করেছে যে, বচসার পর সে জেনিফারকে গুলি করে। এর পর মিয়ামি দক্ষিণের পুলিশ আধিকারিক ডেরেকের বাড়ি গিয়ে সেখান থেকে জেনিফারের মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি এক ১০ বছরের বাচ্চাকেও উদ্ধার করে। এই বাচ্চাটি জেনিফারের প্রথম পক্ষের স্বামীর সন্তান।

সূত্র: ওয়েবসাইট।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.