যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। বর্তমান যুগ সচেতনতার যুগ। বর্তমান যুগ অশান্তির যুগ। কেন!? সচেতনতার যুগ কেন অশান্তির যুগ হোল? কারণ বর্তমান যুগে সবচেয়ে বেশি সচেতনতা বেড়েছে যে বিষয়ে তা হোল অধিকার। আর নিজের অধিকারসমূহ নিয়ে অতিরিক্ত সচেতনতা নিশ্চিত ডেকে আনে অন্যকে ছাড়দানের মানসিকতার মৃত্যু, compromiseএর বিলুপ্তি। আর compromiseহীনতা ত হোল অশান্তির মাতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।