আমাদের দেশটা সবুজ আর শ্যামল, তাই না। হ্যা তাই তো। সেই কবে ছোট্ট-বেলায় বইতে পড়েছিলাম। সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ।
আমি যত তাড়াতারি বড় হয়েছি, তার চেয়েও অনেক তারাতারি বদলে গেছে এই শ্যামলীমা।
বিশেষ করে ঢাকা থেকে।
আর এই কাজ আমারাই কেরছি................ বাহবা আমাদেরই প্রাপ্য। শ্যামলীমা মুছে দিয়ে এখন ঢাকা হয়েছে ইট কাঠের বাগান। কি বা করার আছে আমাদের? ছোট্ট এই দেশে মানুষ বেড়ে চলেছে ইলেকট্রিক ট্রেনের গতিতে। পেটের দায়ে সবাই হচেছ ঢাকা-মুখি...........
কঠিন হয়ে উঠছে জীবন, পানি নাই, বিদ্যুৎ নাই, সিওয়ারেজ সমস্যা...... জ্যাম, ফরমালিন কত কত সমস্যা ...............
এই সকল সমস্যা ছারাও আমি অন্য একটি সমস্যার কথা বলেবো।
যার জন্য এই লিখা। যে সমস্যার সমাধান আছে আমাদের সমান্য সচেতনতার মাঝে।
আমারা আমাদের যে কোনও বিগ্যপন, সুখের কথা , দুখের কথা মনের মাধুরী মিশিয়ে পোষ্টরিং করি। যেমন । মোটা হোন......., শুকান......., ঈদ মোবারক......., ভোট দিন....... বিদেশ যান...... কত যে বিগ্যাপন!!!!!!
মনের মাধুরী দিয়ে এই সব আমরা সাজাই।
টানিয়ে দেই পাবলিক প্লেসে....( নিজের জায়গা মনে করে)................ কিন্তু কোনও দিনই, সময় শেষ হলে এই সব পোষ্টার নামাই না.................... বছরের পর বছর জীর্ন শীর্ন হয়ে তারা ঝুলে থাকে। ময়লা ধুলা মেখে কদাকার রূপে।
তবে হ্যা আমাদের টোকাই-ভাই বোনরা মাঝে মাঝে এদের খুলে নেয়। নিজেদের কাজে....... বলা যায়সেই কারনেই হয়তো একটু চাঁদ সুরুজের আলো আমরা দেখি। নয়তো এ্তো এতো ব্যানারের ভীরে ঢেকে যেত বাংলাদেশ ।
আসুন আমার একটু সচেতন হই। এটা আামদের দেশ আমাদের সম্পদ। একে সুন্দর রাখা আমাদের দায়িত্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।