আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষক - ছাত্র বিষয়ক কিছু জোকস

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় শিক্ষক ছাত্র বিষয়ক কিছু সংগৃহীত জোকস , পরিবারের সবাইকে নিয়ে পড়তে পারবেন ১। শিক্ষকঃ বাবু বলো ত বাংলাদেশের রাজধানী কোথায় ??? ছাত্রঃ জানি না , স্যার । শিক্ষকঃ তাহলে বেঞ্চের উপর দাড়াও। ছাত্রঃ স্যার, বেঞ্চের উপর দাঁড়ালে কি বাংলাদেশের রাজধানী দেখা যাবে ??? ২। শিক্ষকঃ বলো ত কিসের মাঝে "ভিটামিন এ " সবচেয়ে বেশি পাওয়া যায় ?? ছাত্রঃ ঘাসের মাঝে ।

শিক্ষকঃ কি !! ঘাসের মাঝে ??? ছাত্রঃ অবশ্যই স্যার । গরু কে কখনও চশমা পরতে দেখেছেন ??? ৩। শিক্ষকঃ ঝন্টু , বল তো - ছেলেটি হাতির পিঠ থেকে পড়ে গেলো । এটি কোন পদ ??? ঝন্টুঃ আপদ । শিক্ষকঃ আর হাতি ?? ঝন্টুঃ বিপদ।

৪। শিক্ষকঃ what is your mother's name ? ছাত্রঃ আমার মায়ের নাম আশাপূর্ণা । শিক্ষকঃ আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি , উত্তর ও ইংলিশে দেবে । ছাত্রঃ my mother's name is hopefull ৫। ছাত্রদের মানসিকতা বোঝার জন্য এক নতুন শিক্ষক ক্লাসে ঢুকেই বলল - যারা নিজেকে নির্বোধ মনে করে তারা উঠে দাড়াও ।

অনেকক্ষণ পর দেখা গেলো যে শুধু একজন ছাত্র উঠে দাঁড়ালো । শিক্ষকঃ তাহলে তুমি নিজেকে নির্বোধ মনে কর ??? ছাত্রঃ না স্যার । আসলে আপনি একা দাঁড়িয়ে আছেন , বিষয়টা ভাল দেখায় না । তাই আমিও... ৬। শিক্ষকঃ গ্রামার কাকে বলে ? ছাত্রঃ যে লক গ্রামে থাকে , তাকে গ্রামার বলে।

লোকটা যদি বাঙালি হয় তবে তাকে বাংলা গ্রামার , আর যদি ইংরেজ হয় তবে তাকে ইংরেজি গ্রামার বলে । ৭। শিক্ষকঃ বল তো কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারেনা ??? ছাত্রঃ মরা পাখি, স্যার। ৮। শিক্ষকঃ নিউটন এর বৈজ্ঞানিক তত্ত থেকে আমরা কি শিখলাম ??? ছাত্রঃ ক্লাসে বসে না থেকে গাছতলায় বসে থাকা দরকার ।

৯ শিক্ষকঃ আমি তোকে ভালবাসি বলেই মাঝে মাঝে মারি । ছাত্রঃ স্যার , আমিও আপনাকে খুব ভালবাসি কিন্তু ছাত্র বলে ভালবাসা প্রকাশ করতে পারি না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.