আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারি বিশ্ববিদ্যালয় কি বাইরের শিক্ষক দিয়ে চলে না? বুয়েটেও ‘প্রয়োজনে বাইরে থেকে শিক্ষক আনা হবে’।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকদের গণপদত্যাগের হুমকি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় কি বাইরের শিক্ষক দিয়ে চলে না? তাদের তো কোনো শিক্ষক নেই। প্রয়োজনে বাইরে থেকে শিক্ষক আনা হবে। ’ গতকাল সোমবার বুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় আন্দোলনরত শিক্ষকেরা গণপদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এ জন্য পদত্যাগপত্রে সই করেছেন তাঁরা। তবে সরকারকে আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত সময় দিয়ে তাঁরা বলেছেন, এর মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ না করলে ওই দিনই তাঁরা পদত্যাগপত্র জমা দেবেন।

আপডেট: বুয়েটে শিক্ষক আছে প্রায় ৪২৫ জন। এর মাঝে ১০০ জনেরও বেশি উচ্চ শিক্ষার জন্য এখন বাইরে আছেন। বাকীদের মধ্যে আজকে পর্যন্ত ৩০০+ শিক্ষক পদত্যাগ পত্রে সাক্ষর করেছেন। Click This Link পুরো বুয়েট যে বিক্রি করে দিতে চায়, তার কাছ থেকে জাতি কি আশা করবে? প্রতিষ্ঠান থেকেও যখন ব্যক্তি বড় হয়ে উঠে, সেই ব্যক্তির অধীনে কোনো বিবেকবান মানুষের পক্ষে কাজ করা সম্ভবপর হয়ে উঠে না। বুয়েটের শিক্ষকরা এখনো পর্যন্ত বিবেকহীন হয়ে উঠেন নাই।

অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করছেন, কেন এই আন্দোলন, এতো সামান্য ব্যাপারের জন্য? বুয়েট আজ অস্তিত্ব সংকটে পড়েছে। আনিসুল হকের কথা মতো শুধু এতোটুকু বলতে পারি, বুয়েটে এই পরিস্থিতির উদ্ভব কীভাবে হলো, এটা কিন্তু বুয়েটের বাইরের মানুষকে বোঝানো একটু কষ্টকরই হবে। কারণ, যে ঘটনাগুলো শিক্ষকদের কিংবা অন্যদেরও ক্ষুব্ধ করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সেসব কর্মকাণ্ড হরহামেশাই ঘটছে। কিন্তু বুয়েটে এসব ঘটে না। সে কারণেই বুয়েট দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান।

তারপরও যারা বুঝতে পারে না, তাদের জন্য কয়েকটা পোস্ট আছে এইখানে । কেন বুয়েটে এই আন্দোলন? ছাত্র শিক্ষক কেউ এই ভিসিকে পছন্দ করছেন না কেন? আর পারছিনা আমরা, ভিসি প্রোভিসির কি মোটা চামড়া !!! Priyom Mozumdar Ovi ফেসবুকে লিখেছেন: অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। প্রায় ২০০+ শিক্ষক গণপদত্যাগপত্রে স্বাক্ষর করে ফেলেছেন। ৩০-৪০ বছর ধরে বুয়েটের ছাত্র এবং শিক্ষক থাকার পরে এমন সিদ্ধান্ত নেয়া একেকজন শিক্ষকের জন্য কত কষ্টের, কতটা অপমানের পর এমন কঠোর সিদ্ধান্তে আসছেন তাঁরা-- ঐ দালাল শিক্ষকরা কখনো বুঝবে না। পলাশীর যুদ্ধ বা একাত্তরের পর যেমন কেউ তার ছেলের নাম 'মীরজাফর', 'গোলাম আযম' রাখে না, এই আন্দোলনের পর কোন 'অ'সাধারণ বুয়েটিয়ান নিজের ছেলের নাম 'মুনাজ' রাখবে না... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.