লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়। জীবন যেখানে যেমন ।
স্বপ্নটা চাই তেমন ।
তবু স্বপ্ন খোঁজে সুখ ।
আমার যে কেবলই দুঃখ ।
এই দুচোখে কেবল নানান স্বপ্নের খেলা ।
কখন কবে হয়েছিলাম আমি ,
স্বপ্নভূক সারাটিবেলা ।
আকাশ ছোয়া স্বপ্ন আমার হয়না কভু বাস্তব ।
তবু দূর আকাশে স্বপ্ন উড়াই লাল নীল অবাস্তব ।
মানুষ যদি সত্যি হয় তার স্বপ্নের সমান বড় ।
তবে এই স্বপ্নভূক আমি দেখবনা কেন স্বপ্ন বড় বড় ।
স্বপ্ন হয় সর্বদা সীমাহীন ,তাইতো আমি স্বপ্ন দেখি অন্তহীন ।
মনে মনে বলি স্বপ্ন আমার বড়ই লজ্জাহহীন ।
পরোক্ষনেই হেসে বলি এখনইতো স্বপ্ন দেখার দিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।