সসসসসসসসসসসসসসসসসসস
মেয়েটার নাম নীলা..। হয়তবা নীলাঞ্জনা। ছোটো বেলার প্রেম। ঘন নীল চোখ। হাসলে বাম গালে টোল পরে।
হয়তো তাকে কখনও দেখা হয়নি আবার হয়তো দেখা হয়েছে কয়েকবার। স্বপ্নে অথবা ঘোরে। রাস্তায় রাস্তায় খুঁজে বেরানো হয়েছি তার সেই নীলাভ চোখ। সেই টোল পরা হাসি। যখন তার কেউ থাকেনা হয়তো তখন তার নীলা থাকে সেই স্বপ্নে বিভোর থেকেই কাটছে দিন রাত।
স্বপ্নের রং ছোঁয়া হয়তো হয়নি কখনও। অথবা ভয় কাছে পেলে যদি স্বপ্ন ভাঁঙার ভয় থাকে।
ছেলেটি কবিতা ভালোবাসে। ভালোবাসে বৃষ্টি আর জানালার পাশে শুয়ে আকাশ দেখতে। রাতের জোছনা ভরা আকাশ যখন তাকে হাতছানি দিয়ে ডাকে তখন সে চায় চলে যেতে দূর অজানায়।
হয়তো অজানায় খুঁজে পাবে নীলাকে,সেই ঘন নীল চোখ। আবার যখন শ্রাবণের বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেয় তার শরীর হয়তো তখন সেই ফোঁটায় থাকে নীলার স্পর্শ।
"বন্ধু তুমি কেঁদো না
চোখের মাঝে স্বপ্ন আছে দৃষ্টি ঝাপসা কর না“
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।