আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নভূক...

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

সে, একটা স্বপ্নকে ছুঁড়ে দিয়েছিলো, আকাশে... চেয়েছিলো, স্বপ্নটাকে দিয়ে সুবিশাল আকাশ ছুঁতে, সে এঁকেছিলো তাতে, স্বপ্নের অবয়বে পৃথিবীর সমস্ত সুন্দরের রূপ । ধরণীর সময়ে, সযতনে, স্বপ্নটা তার ময়ূরপঙ্খী উড়ায়, আকাশের নীলে... । না..., তারপর, কোন দুর্ভেদ্য কালো মেঘ এসে তার স্বপ্নটাকে ঢেকে দেয়নি; পূ্র্বকোণ থেকে কোন ঝড়ো হাওয়া এসেও স্বপ্নটাকে উড়িয়ে নেয়নি । মরুর প্রখর সূর্যতাপ স্বপ্নটাকে পোড়ায়নি... পোড়াতে পারেনি, মৌসুমী প্ররোচনায়, খেয়ালী প্রকৃতির প্রচন্ড কোন বৃষ্টিও, কাকভেজা করেনি তাকে । স্বপ্নটা, যখন প্রায় ছুঁয়ে ফেলেছে বিশাল নীলিমা..., বিধাতার আশীর্বাদে ; বেড়ে উঠেছে শাখা প্রশাখায়, নিবিড় মমতায় মনকে বাসন্তী রঙে রাঙিয়ে... ; দ্বিকবিজয়ের আনন্দে তখন তা আকাশে ভাসছিলো স্বপ্নিল ছন্দে, রাগে, অনুরাগে... গাইছিলো হৃদয় হতে উৎসারিত ভালোবাসার মমতময়ী আবেগস্পর্শী কোন গান ।

তখনি । ঠিক তখনি... জয়ের শুভলগ্নে, ধূসর গোধূলি বেলায়, সে অবাক হয়ে দেখলো ; তাহারি শুভাকাঙ্খী, তাহারি প্রিয় ভালোবাসার মানুষ, ভালো মানুষ, সেই আকাশ ছুঁয়ে যাওয়া স্বপ্নটাকেই গোড়া থেকে উপড়ে ফেললো !!! স্বপ্নহরণ..., পরিশেষে । । হা হা হা... । হা হা হা... ।

প্রখর তাপ, ঈষাণ কোণের বৈশাখী ঝড়, ঝড়ো বৃষ্টি, হিমেল হাওয়া কিংবা কালবৈশাখী মেঘ... যতটুকু পাষাণ হতে পারেনি; যতটুকু অবহেলায় কোন স্বপ্নের আবেশ বিনাশ করেনি – একজন মানুষ! একজন প্রিয়তা! পেরেছে এভাবেই, আরেক প্রিয়’র স্বপ্ন হন্তারক হয়ে । এখন আর সে স্বপ্ন দেখে না । এখন আর সে স্বপ্ন বোনে না । এখন আর সে স্বপ্নটাকে নাটাইয়ের সূতায় বেঁধে আকাশে উড়ায় না । কি আর হবে স্বপ্ন দেখে ? কি’ইবা হবে স্বপ্ন দেখিয়ে... যখন এক প্রিয়তা কি প্রচন্ড অবহেলায়ই না... আকাশ ছোঁয়া স্বপ্নকে নিমিষেই উপড়ে ফেলে ।

যখন ভালোবাসার চোখগুলো, ভালোবাসার হৃদয় গুলো, জগতের লোভের মোহে মুহূর্তেই অন্ধ হয়ে যায় । তোমরা । হ্যাঁ তোমরা... তোমরাই স্বপ্নভূক । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.