আমাদের কথা খুঁজে নিন

   

একের পর এক কেলেঙ্কারির ঘটনায় বিপর্যস্ত সরকার

একের পর এক কেলেঙ্কারির ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সরকার। সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে মেয়াদের এক বছর আগে সরকার খুবই বেকায়দায় পড়েছে।ইস্যুর পর ইস্যুতে জর্জরিত হচ্ছে সরকার।সরকারের মধ্যকার একটি মহল থেকে এসব ঘটনার জন্য যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র বলে চালানোর চেষ্টা হলেও সাধারণ জনগণ তো দূরের কথা, সরকারি দলের লোকজনকেও বিশ্বাসে আনা যাচ্ছে না, বরং তারা মনে করছে, প্রতিটি ইস্যুর সঙ্গে যুদ্ধাপরাধীর বিচার টেনে এনে সরকারের অবস্থান দুর্বল করা হচ্ছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহের মাধ্যমে সমস্যার সূত্রপাত হয়। একে একে বিদ্যুত্ সমস্যা, হত্যা-গুমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যানজট, শেয়ারবাজার কেলেঙ্কারি, নোবেলবিজয়ী ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ, রাস্তাঘাটের বেহাল দশা, ঢাকাকে দু’ভাগ, কুইট রেন্টালের নামে ২০ হাজার কোটি টাকার লুটপাট, বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থা, মানবাধিকার পরিস্থিতির অবনতিসহ সরকারের সামনে সমস্যার পাহাড় জমতে থাকে। এর মধ্যে জাতীয় সংসদ ও বিচার বিভাগের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব, এপিএসের অর্থ কেলেঙ্কারির রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ, পদ্মা সেতু নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দুর্নীতির অভিযোগ ও এ কারণে পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া, একই ইস্যুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমানকে সরাতে বিশ্বব্যাংকের চাপ এবং সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর সম্পৃক্ততার অভিযোগ ও এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বেফাঁস মন্তব্য সরকারকে চাপের মধ্যে ফেলে দিয়েছে। (সুত্র:আমার দেশ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.