*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
রাশিফল অনুযায়ী সিংহরাশির জাতিকা হিসেবে এক শুভসংখ্যা হবার কথা থাকলে ও এই একের দেখা অনেক পরে মিলে আমার জীবনে। স্কুললাইফে আমি কখনোই তেমন আহামরি টাইপের স্টুডেন্ট ছিলাম না । কোনমতে কখনো হাপুড় পারতে পারতে আবার কখনো গড়াইয়া গড়াইয়া স্কুল পাশ দিছি। এরপর ছক্কা পিটালাম ক্লাশ নাইনে উঠে ....একটানা নাইন টু টেন ক্লাশে ফার্স্ট হয়ে প্রমাণ করলাম এই সিংহরাশির জাতিকার জীবনে এক শুভসংখ্যা না হবার কোন বিকল্প নেই। কিন্তু ইদানিং এই এক আমারে বড়ই ত্যক্ত করছে।
প্রথম দিকে সময় একঘন্টা আগে-পরে মনে হত। সকাল ৭টায় ঘুম থেকে উঠেই মনে হয় ৮ টা বাজে আর আমার দৌড়াদৌড়ি শুরু হয় আবার কখনো ৮ টা বেজে গেলেও মনে হয় ৭টা-ই বাজে .....আর মনের সুখে ঘুম দেই। সময়ের গ্যাঁড়াকলে পরার জন্য সবদোষ হলো সরকার। তাদের ডিজিটাল আর এনালগ সময়ের বদলাবদলিতে আমার এই সমস্যা শুরু হয়েছে। সমস্যা থেকে মুক্তির জন্য হাত,দেওয়ালঘড়ি,মোবাইল সব জায়গায় টাইমসেট করে রাখছি তাও প্রায়ই সমস্যা হয়।
পিসি করে আরেক বেঈমানি,কাজ করার সময় পিসির টাইমসেট করে যাই পরেরদিন এসে দেখি সময় একঘন্টা পিছিয়ে গেছে। আগে সময় নিয়ে এমন হত এখন তো দিন-তারিখের বেলায় ও এমন হচ্ছে। মঙ্গলবারে মনে হয় আজ বুধবার আবার শনিবারে ভাবি আজ রবিবার। তারিখ ও প্রায়ই আগে-পরে করে ভুল হিসাব করি । মজার ব্যাপার হলো আজকে এক ফ্রেন্ডের জন্মদিন অথচ তারে কিনা কাল উইশ করে বসে আছি।
এই দিন-তারিখ আর সময়ের একঘন্টা আগে পরে হিসাব করে চলতে গিয়ে জীবনটা তেজপাতা হয়ে গেল
এখন ১ (এক)এর একটা ইমেজ দরকার, পোস্টে এ্যাড করতে চাই। পোস্টে আবার ইমেজ না দিলে কেমন জানি লাগে যেমনটা লাগে লবণ ছাড়া ভাত খাইলে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।