আমাদের কথা খুঁজে নিন

   

একের ভিতর দুই ।

দরজায় পথিক ___________________ আমি এ দরজায় কড়া নাড়ি ও দরজায় কড়া নাড়ি কোন দরজা খুলে আমাকে বলা হয় , কি চাই বা জানিয়ে দেয়া হয় , কেউ নেই কিছু দরজা খোলে না মোটেও আমি কি চাই কাকে চাই নিজেও কি জানি ! দরজাগুলো ক্রমাগত হাতছানি দিতে থাকে সম্মোহিত আমি অমোঘ নেশায় প্রেমিকের প্রশস্ত বুকের মতো দরজায় পরম মমতায় ছুঁই কেউ কি জানে , কি এক ভালোবাসায় ফিরে আসি ভালোবাসায় ফিরি ঘৃণায় ফিরি অবহেলায় ফিরি বারবার বারবার ! কেবল ফিরে আসি কে আছো , খুলবে দরজাটা ? ক্লান্ত পথিক দরজায় তাকে আর ফিরতে দিও না পথে ফিরতে দিও না মৃত্যুতে যোজন যোজন পথ পাড়ি দেয়া বিরহী পথিক আমি আমাকে একটু ছায়া দাও, একটু মায়া দাও ভালোবাসা না দিতে পারো একটি বার ছুঁয়ে দাও ! ২২০৯১২ মানুষ পর্ব ২ _______________ আমি জল আমি পাখি আমি শীত আমি শরত আমি সূর্য বা বরফ আমি শুধু মানুষ নই মানুষ হলে ঘর হয় জাত হয় শরীর নিংড়ে ভ্রম হয় খিল আঁটা দরজায় ভালোবাসা হয় ভুল হয় ভুলে যাওয়া হয় উত্তরাধিকার হয় ফিরে পাওয়া হয় ওসবে আমার অভ্যস্ততা নেই বেঁধে রাখা বাঁধা পড়া হরেক না এ হ্যাঁ বলা ঠিক আমার নাগালে নেই আমি বরং ফুল হই পথ মাড়ানো ধুলো হই মানুষ যারা মানুষ থাক না গুলো হ্যাঁ হোক আমি শুধু একলা থাকি একলা হাঁটি একলা ভাসি মন খারাপে একলা উড়ি মানুষের মতো আমি ঠিক মানুষ নই ! ১৭০৯১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.