Woods are lovely dark and deep And I have a promise to keep মার্কেট বিশেষজ্ঞ বললেও আমি যে তথ্যটা জানতে চাইব তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। মার্কেটের সাথে টাচে থাকলেই চলবে। গত কয়েক মাস আগে ঢাকার আইটি মার্কেটগুলো ঘুরে বেশ টাসকি খেয়ে গিয়েছিলাম। সে সময় হটাৎ করেই আমার হার্ড ড্রাইভ অকেজো হয়ে পড়েছিলো। ফলে দরকার হয়ে পড়ল নতুন হার্ড ড্রাইভ কেনার। কিন্তু আইডিবি সহ অন্যান্য মার্কেটে গিয়ে শুনলাম তাইওয়ান নাকি থাইল্যাণ্ডে বন্যা হয়েছে, সে জন্য হার্ড ড্রাইভের দাম চার পাঁচ গুন হয়ে গিয়েছে। বলা বাহুল্য বেশ চড়া দাম গুনেছি তখন একটা ৮০ জিবির ড্রাইভের জন্য। বন্যা তো আর বছরের পর বছর থাকে না। আমার প্রশ্ন, কম্পুটার মার্কেটগুলোতে হার্ড ড্রাইভের দাম কি কমেছে? না আগের মতই আছে? আমাদের দেশে তো কোন কিছুর দাম একবার বাড়লে আর কমে না (দামের ব্যাপারে কম্পু বাজার আর মাছ বাজার সব একই)। এ ক্ষেত্রেও কি তাই হয়েছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।