সাম্প্রতিক সময়ের বিখ্যাত (!) চলচ্চিত্র খোজ দ্য সারচ দেখার বহু ইচ্ছে থাকলেও এত দিন দেখা হয়ে ওঠেনি । আজ মাছরাঙ্গা টেলিভিশনের মাদ্ধ্যমে সেই আকাঙখা পুরন হইল । মাছরাঙ্গা কে ধইন্ন্যা ।
ছোটবেলায় কমিক বইতে পড়েছিলাম চাচা চৌধুরীর মগজ কম্পুটার এর চেয়ে প্রখর । আজ আমার ভুল ভাংলো , শুধু চাচা চৌধুরী নয় আমাদের অনন্ত ভাই এর মগজ ও কম্পুটার এর চেয়ে প্রখর ।
বিশেষ করে সুন্দরী মেয়েদের বেপারে তার মগজ সুপার কম্পুটার এর মত প্রখর । তার কথায় , " সুন্দরী মেয়েরা কিছু জিজ্ঞেস করলে তার জবাব দেওয়া ভদ্রতা " । সে আরো বলে, "সুন্দরী মেয়েদের সাথে ভদ্র ভাবে কথা বলবে" । তা ছাড়া সে হুদা হুদি শুন্ন্যের উপর ডিগবাজি খাইয়া ভিলেনদের হাজার রাউন্ড একে ৪৭ এর গুলি পাশ কাটায়া যায় তা কেবল সুপার কম্পুটার এর ভিডিও গেমস-এই সম্ভব ।
অনন্ত ভাই বডি বানাইছে মাশাল্লাহ ।
শোয়ারজনেগার এর মত মাসল আর পামেলার মত ___________ থাক আর নাই বললাম ।
আর অনন্ত ভাই এর ডাইলগ আর কি কমু। এক্কেরে মধু । ঠিক যেন একখান রোবট । যাই হোক ঈদ এর পরের দিন বিনুদুন হিসাবে খারাপ না কি কন? আর মিয়া ভাই বউ খান ভালাই পাইসে ।
লাষ্টের বৃষ্টি ভেজা গানডায় আমি কইলাম কিচুই দেহি নাইক্কা । (চুশিল ভাইরা এই পুষ্টে গিবত আর লুলিয় ছোয়া পেলে লেখক দায়ি নন) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।