আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রী,আপনি ও আপনার দলবল নিয়ে কথা কম বলার প্রাকটিস করুন,আখেরে কাজে দেবে।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন গত কয়েকদিন ধরে বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কথাবার্তায় দেশের আপামর জনসাধারণের মনে যথেষ্ট পরিমাণে সংশয় দেখা দিয়েছে যে,তারা আসলেই এই সমস্ত পদগুলোর জন্য যথাযথ ব্যক্তি কি না? গত দুইদিন আগে জনাব অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে, “চার হাজার কোটি টাকার দুর্নীতি এত বড় কোন কিছু নয় । যদি আমি তাঁকে সামনে পেতাম তবে জিজ্ঞেস করতাম তিনি একসাথে চার হাজার কোটি টাকা দেখেছেন কি না ? অথবা সিলেট শহরে তার পৈতৃক সম্পত্তিগুলোর সাথে তাঁর জ্ঞাতিগোষ্ঠির সকল সম্পত্তি একসাথে করলেও চার হাজার কোটি টাকা বের হবে কি না? কত বড় নির্বোধ বাক্য তিনি প্রয়োগ করলে তাঁর মুখ ক্ষান্ত হবে। আজকে আবার দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী(সন্দেহ আছে) শেখ হাসিনা লোডশেডিং সম্পর্কে বলেছেন যে, তিনি নিজেই নাকি নির্দেশ দিয়ে রেখেছেন সকাল বিকাল এক ঘন্টা করে বিদ্যুৎ বন্ধ রাখার জন্য যাতে দেশের মানুষ বুঝতে পারে তারা আগে কত কষ্ট ছিলো । আমার প্রশ্ন এটা কি ধরণের কথা । একটা দেশের প্রধানমন্ত্রী যিনি ৮ বছর দেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন তাঁর মুখে এই ধরণের কথা শোভা পায় কি না ? পাগলের প্রলাপ বৈ এগুলো তো আর কিছুই নয় । তাই তাঁর প্রতি আমার অনুরোধ থাকবে তিনি যেন তাঁর মন্ত্রীসভা নিয়ে কথা কম বলার প্রাকটিস করেন । নয়তো সামনের দিনে তাঁকে জনতার কাছ থেকে প্রত্যাখ্যাত হতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.