আমি এই গ্রহের শেষ মানুষ । আমি এই মিছিলের শেষ শ্লোগান। আলো আধারের মাঝখানে আঁতকে ওঠা বিবর্ণ চিৎকার । আমি সেই রাতের শেষে আরও একটি রাতের আপেক্ষা… মূলে তারা দুইজন, মূর্খের শ্রেষ্ঠ মারপ্যাঁচে বাকিসব যাতাকলে পিষ্ট এ বলে ওর দশ, গলা উঁচু চেঁচিয়ে ও বলে এর দোষ, চোখ মুখ খিচিয়ে এ বলে ওর ভুল, ও টেনে ধরে চুল কেউ ভালো মন্দ, অযথাই দ্বন্দ্ব চিৎকার, হাহাকার, বাহারি নালিসে তালগাছ আমারি যা হোক সালিশে নাম নিয়ে দুজনার ঠিকঠাক গুবলেট ঘটনার পরিশেষ ,পাউরুটি অমলেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।